Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নেপালে ছাত্র-যুবদের নেতৃত্বে (Nepal Unrest Situation) শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই তীব্র আকার নিচ্ছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে ললিতপুর, ভক্তপুর একাধিক জেলায় উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু স্লোগানে থেমে থাকেনি আন্দোলন, প্রতিবাদকারীরা চড়াও হয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েলের বাসভবনে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড-র বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
কার্ফু উপেক্ষা করেই পথে বিক্ষোভ (Nepal Unrest Situation)
এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার সকাল থেকে (Nepal Unrest Situation) কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুর জেলার বেশ কিছু অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করেছে স্থানীয় প্রশাসন। ললিতপুরের নির্দিষ্ট এলাকায় সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত কার্ফু বলবৎ করা হয়েছে। তবে কার্ফু উপেক্ষা করেই রাস্তায় নেমেছে উত্তাল তরুণ প্রজন্ম। নিউ বানেশ্বর, কালেঙ্কি, চাঁপাগাঁও-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি (Nepal Unrest Situation)
সোমবার ছাত্র-যুবদের ডাকা বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১৯ জনের (Nepal Unrest Situation) মৃত্যুর খবর মিলেছে। বিক্ষোভকারীরা অভিযোগ তুলেছেন, পুলিশ শুধু আকাশে গুলি চালায়নি, তাদের লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছে। এই ঘটনার জন্য সরাসরি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে দায়ী করছেন বিরোধী দল ও সাধারণ মানুষ। নেপাল কংগ্রেস এবং সিপিএন (মাওবাদী) উভয় দলই ওলির পদত্যাগ দাবি করেছে। কংগ্রেস নেতা গগন থাপা বলেন, তরুণদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করতে সরকার যেভাবে বলপ্রয়োগ করেছে তা অমানবিক ও অগ্রহণযোগ্য।
আরও পড়ুন: Chandra Grahan: ভাদ্রপদ পূর্ণিমার চন্দ্রগ্রহণের পর কোন রাশিরা থাকবেন সাবধানে?
নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হয় প্রশাসন
সামজ মাধ্যমে নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত ছিল এই অস্থিরতার অন্যতম উৎস। সম্প্রতি সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ মোট ২৬টি প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও তীব্র জনরোষের মুখে সোমবার রাতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হয় প্রশাসন।