ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Birthday 2025) ১২৮ তম জন্মবার্ষিকী। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার অবদান অনবদ্য ও অনস্বীকার্য। প্রিয় দেশনেতার জন্মদিনে তাঁর স্মৃতি জড়িয়ে থাকা জায়গাগুলোয় ঘুরে এলো ট্রাইব টিভি বাংলা। তাই নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন…
সুভাষকে যাঁরা দেখেছেন, তাঁদের থেকেই জানা যায়, কলকাতার এলগিন রোডে অবস্থিত নেতাজি ভবন (Netaji Subhash Birthday 2025) কতটা স্মৃতিবিজরিত। শতাব্দীর পর শতাব্দী দক্ষিণ কলকাতার নেতাজির এই বাসভবন বয়ে নিয়ে চলেছে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের নানা উত্থান-পতনের কাহিনী। এই বাড়ির প্রতিটি দেওয়াল থেকে সিঁড়ি জানে ভারতবাসীকে স্বাধীনতা এনে দিতে কতটা কষ্ট করেছিলেন সুভাষ (Netaji Subhash Birthday 2025) । দিনটা ছিলো ১৬ই জানুয়ারি। সাল ১৯৪১। শীতকালের এক মধ্যরাত। কলকাতার এক বাঙালি বাবু ছদ্মবেশ নিলেন এক ইন্সুরেন্স এজেন্টের। নাম -মহম্মদ জিয়াউদ্দিন।
আরও পড়ুন: https://tribetv.in/people-facing-trouble-due-to-kolkata-building-tilt/
কীভাবে হয়ে উঠলেন নেতাজি (Netaji Subhash Birthday 2025):-
সেই রাতে তিনি প্রথমে কলকাতা থেকে ট্যাক্সি নিয়ে পৌঁছলেন ধানবাদ। ট্যাক্সি করে ছদ্মবেশী সুভাষকে এলগিন রোডের বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিলেন ভাইপো শিশির বসু। তারপর গোমো স্টেশন থেকে ধরলেন কালকা মেইল। পৌঁছলেন পঞ্জাবের পেশোয়ায়। সেখান থেকে পাহাড়ি পথে কখনও হেঁটে, কখনও পাহাড়ি ট্রাকে পৌঁছন আফগানিস্তানের রাজধানী কাবুলে। কাবুল থেকে রাশিয়া। রাশিয়া থেকে ট্রেনে পৌঁছে গেলেন জার্মানির রাজধানী বার্লিনে। ঠিক এর কিছু দিন পর ইথারে ছড়িয়ে পড়লো এক উদ্দীপ্ত কন্ঠস্বর। দিস ইজ সুভাষ চন্দ্র বোস (Netaji Subhash Birthday 2025) স্পিকিং টু ইউ, ওভার আজাদ হিন্দ রেডিও। নেতাজির এই মহা প্রস্থানের শুরুটা হয়েছিলে তাঁর নিজের বাড়ির সিঁড়ি দিয়ে। সুভাষের স্মৃতিভরা এই সিঁড়িই জানে কীভাবে তিনি নেতা থেকে সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছিলেন নেতাজি (Netaji Subhash Birthday 2025) ।