ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ে কাজ করছে ইজরায়েল (Netanyahu Warns Hamas)। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি সমস্ত বন্দিদের মুক্ত না করে, তাহলে গাজায় “নরকের দরজা” খুলে যাবে। এই মন্তব্য তিনি করেছেন জেরুজালেমে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর।
ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নেতানিয়াহু (Netanyahu Warns Hamas)
নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন শনিবার আরও তিনজন বন্দির মুক্তির জন্য (Netanyahu Warns Hamas)। তিনি বলেন, ইজরায়েল সম্পূর্ণ সমন্বয়ে এবং সহযোগিতায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করছে। “আমাদের একটি সাধারণ কৌশল রয়েছে, কিন্তু আমরা সব সময় জনসাধারণের সঙ্গে এই কৌশলের বিশদ তথ্য ভাগ করতে পারি না। আমরা কখন নরকের দরজা খুলবো, তা প্রকাশ করতে পারব না। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি, যদি শেষ বন্দিটিও মুক্তি না পায়, তবে তা অবশ্যই ঘটবে।”
হামাসকে সম্পূর্ণ নির্মূল করার ঘোষণা (Netanyahu Warns Hamas)
ইজরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, হামাসের সামরিক ক্ষমতা এবং গাজায় তাদের শাসনের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে (Netanyahu Warns Hamas)। তিনি বলেন, “আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি এবং হামাসকে সমূলে উৎখাত করবো।”
ইরান ইস্যুতে আমেরিকার সহায়তা চাইলেন নেতানিয়াহু
নেতানিয়াহু জানান, মার্কো রুবিওর সঙ্গে তার “খুব ফলপ্রসূ আলোচনা” হয়েছে এবং ইরানের বিষয়টি ছিল তাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, “আমেরিকার শক্তিশালী নেতৃত্বে গত ১৬ মাসে ইজরায়েল ইরানের সন্ত্রাসবাদী কার্যকলাপে কঠোর আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নিরলস সমর্থনের কারণে আমি নিশ্চিত, আমরা আমাদের কাজ সম্পূর্ণ করতে পারবো।” তিনি জোর দিয়ে বলেন, “ইরান কখনও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে পারবে না।”
আরও পড়ুন: British Troops To Ukraine: ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠাতে প্রস্তুত কিয়ের স্টারমার!
ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে হবে – রুবিও
মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ইরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অস্থিতিশীলতার কারণ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “ইরান কখনও পারমাণবিক অস্ত্র পেতে পারে না। এটি ঘটলে দেশটি যে কোনো চাপ বা পদক্ষেপ থেকে নিরাপদ হয়ে যাবে। এটি কখনও হতে দেওয়া যাবে না।”
হামাসকে ধ্বংসের আহ্বান রুবিওর
রুবিও বলেন, “হামাসের অস্তিত্ব মুছে ফেলতে হবে। তারা একটি সামরিক বা রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকতে পারে না। তাদের নির্মূল করা আবশ্যক।” তিনি আরও বলেন, “হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা ছাড়া অন্য কোনো পথ নেই।”
আরও পড়ুন: Ex-Mauritius PM Arrested: গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী! বেআইনি লেনদেনকাণ্ডে চাঞ্চল্য দেশে
আরও কঠোর পদক্ষেপ
নেতানিয়াহুর বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, হামাসের বিরুদ্ধে ইজরায়েল আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। মার্কিন সমর্থন নিয়ে তিনি ইরান এবং হামাসকে একসঙ্গে মোকাবিলা করতে চান। মার্কো রুবিওর মন্তব্যও দেখায় যে, মার্কিন প্রশাসন হামাস ও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে। এই পরিস্থিতিতে গাজা ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।