Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : শেয়ার বাজারের তথ্য বলছে ৪০ শতাংশ বেড়েছে এই শেয়ারের। লিস্টিং হওয়ার পর লাফিয়ে বাড়ছে দাম (Netweb Tech Stock)।
বড় লাভ শেয়ারের (Netweb Tech Stock)
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা AI সব ক্ষেত্রেই নিজের দাপট দেখাচ্ছে। কাজের জায়গাও কৃত্রিম বুদ্ধিমত্তা থাবা বসাচ্ছে। সেই নিয়ে অনেকেই চিন্তিত কিন্তু লগ্নির ক্ষেত্রে AI কি হতে চলেছে বড় বাজি (Netweb Tech Stock)?
শেয়ার বাজারের রিপোর্ট অনুযায়ী হাই-এন্ড কম্পিউটিং সলিউশন বা HCS পরিষেবা দেওয়ার কারণে দ্রুত গতি ধরেছে নেটওয়ার্ক টেকনোলজিসের শেয়ারের (Netweb Tech stock) মূল্য। ভারতের শেয়ার বাজারের রিপোর্ট অনুযায়ী এই স্টক পাঁচ দিনে ৪০ শতাংশ বেড়েছে যা লিস্টিং হওয়ার পর থেকে বড় লাফ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এই কোম্পানির শেয়ার গত পাঁচটি ট্রেডিং সেশনে সবুজে ক্লোজিং দিয়েছে। প্রায় ৪০% বেড়ে পৌঁছেছে ৩,০৭৯-এ। যা ২০২৩ সালের জুলাই মাসে তালিকাভুক্তির পর থেকে এটির সবচেয়ে বড় সাপ্তাহিক লাভ (Netweb Tech Stock)।

আরও পড়ুন: Donald Trump: ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করেও তেলের বাজারে বাজিমাত ভারতের!
বাজারের অস্থিরতা থাকা সত্ত্বেও এই শেয়ারের লাভের কারণ হিসেবে মনে করা হচ্ছে এনভিডিয়ার ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের উপর নির্মিত সার্ভার সরবরাহের জন্য বেশ বড় অংকের অর্ডার পেয়েছে কোম্পানি। আর সেই কারণেই লাফিয়ে বাড়ছে এই শেয়ারের দাম।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সলিউশনের জোরালো চাহিদার কারণে কোম্পানির কর পরবর্তী মুনাফায় বার্ষিক বৃদ্ধি পেয়েছে ১০০ শতাংশ। যা FY26-এর প্রথম ত্রৈমাসিকে ৩০.৫ কোটিতে পৌঁছেছে। আসন্ন অর্থবর্ষে কোম্পানির শেয়ারের রাজস্ব ও লাভ আরও বাড়বে বলেই কোম্পানির ম্যানেজমেন্টের আশা (Netweb Tech Stock)।
(এই তথ্যগুলো শুধুমাত্র ইনফরমেশনের জন্য দেওয়া। বিনিয়োগকারীরা অবশ্যই বিনিয়োগের আগে মার্কেট সম্পর্কে পড়াশোনা করে এবং বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। বিনিয়োগ ঝুঁকি সম্পূর্ণ আর তাই লগ্নি করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ভাল করে মার্কেট স্টাডি করে তবেই বিনিয়োগ করবেন)