ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ICICI ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে অ্যাকাউন্টে নূন্যতম ৫০ হাজার টাকা থাকতেই হবে নাহলে হবে জরিমানা (New Bank Rules)।
ICICI Minimum Balance (New Bank Rules)
দেশের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা ICICI ব্যাঙ্ক। অ্যাকাউন্টে ন্যূনতম টাকার পরিমাণ বাড়িয়ে দিল এই ব্যাঙ্ক। প্রত্যেক নতুন গ্রাহকের জন্য এই নিয়ম কার্যকর করা হয়েছে ১ অগাস্ট থেকে। বলা হয়েছে, মেট্রোপলিটন এবং শহর এলাকার বাসিন্দারা, যাঁরা ১ অগাস্ট বা তার পর সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন, মাসে অন্তত ৫০ হাজার টাকা অ্যাকাউন্টে রাখতেই হবে তাঁদের। নাহলে জরিমানা দিতে হবে (New Bank Rules)।

ICICI ব্যাঙ্ক তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে এমনই জানিয়েছে। তবে ব্যাঙ্কের পুরনো গ্রাহক যাঁরা, তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ১০ হাজার টাকা রাখলেই হবে। শহরতলি বা মফস্বলের বাসিন্দা যাঁরা নতুন অ্যাকাউন্ড খুলেছেন ICICI ব্যাঙ্কে, তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ২৫ হাজার টাকা থাকতে হবে মাসে। গ্রামাঞ্চলের মানুষের জন্য নূন্যতম ব্যালেন্স হতে হবে ১০ হাজার টাকা।
ICICI ব্যাঙ্কের পুরনো গ্রাহক যাঁরা গ্রাম বা মফস্বলে থাকেন, তাঁদের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স ৫০০০ টাকাই থাকছে। যাঁরা অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখবেন না তাঁদের জরিমানা দিতে হবে। ন্যূনতম ব্যালেন্সের চেয়ে যত টাকা কম থাকবে, তার উপর ৬ শতাংশ হারে জরিমানা নেবে ব্যাঙ্ক। অথবা ঘাটতির জন্য ৫০০ টাকা করে নেওয়া হতে পারে। এক্ষেত্রে সর্বনিম্ন হবে যেটি, সেটিই গ্রহণ করবে ব্যাঙ্ক। এমনই জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে (New Bank Rules)।
বেসরকারি ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স বৃদ্ধির এই সিদ্ধান্ত নজিরবিহীন। কারণ সরকারি ব্যাঙ্ক SBI ২০২০ সালেই ন্যূনতম ব্যালেন্সের নিয়ম তুলে দেয়। অন্য ব্যাঙ্কের নূন্যতম ব্যালেন্স ২ থেকে ১০ হাজারের মধ্যেই ঘোরাফেরা করে, সেই দিক থেকে এক ধাক্কায় এতটা বৃদ্ধির ফলে উদ্বেগের সৃষ্টি হয়েছে (New Bank Rules)।