ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার গুঞ্জনে আবারও শোনা গেল নতুন ধারাবাহিকের কাহিনী নিয়ে (New Bengali Serial)। তবে এবারের কাহিনী একটু অন্যরকম। যা দর্শক বড় পর্দায় দেখে থাকলেও ছোট পর্দায় তার চমক রয়েছে, তা বলা যায়। ২০২৪ এ দুই তরুণী বধূর গল্প পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক কিরণ রাও (Kiran Rao)। এবার সেই কাহিনীর আদলে আসছে ধারাবাহিক। কী নাম ধারাবাহিকের? কারা থাকছেন অভিনয়ে? জুটি হিসাবে এন্ট্রি কাদের?
জোড়া জুটি (New Bengali Serial)
নতুন ধারাবাহিকে জোড়া অভিনেতা ও অভিনেত্রীদের দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে (New Bengali Serial)। অর্থাৎ একই ধারাবাহিকে দুই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী থাকবেন। কয়েকদিন আগে শোনা গিয়েছিল অভিষেক কন্যা সাইনা চট্টোপাধ্যায়ের (Saina Chatterjee) দেখা মিলতে পারে নতুন ধারাবাহিকে। সম্ভবত এই নতুন ধারাবাহিকে সাইনার সাথে জুটি বাঁধতে চলেছেন সোমরাজ মাইতি (Somraj Maity)। সোমরাজও অনেকদিন ছোট পর্দা থেকে দূরে রয়েছেন। সোমরাজকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘চিনি’ ধারাবাহিকে।
গ্রামের বধূর চরিত্র (New Bengali Serial)
নতুন ধারাবাহিকে আরও একটি নতুন জুটি দেখা যেতে পারে বলে ধারণা (New Bengali Serial)। অপর জুটি হিসাবে মৈনাক ঢোল (Mainak Dhol) ও ইন্দ্রানীকে দেখা যেতে পারে। মৈনাককে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে দেখা যেত। ‘সার্থক’ চরিত্রে অভিনয় করতেন মৈনাক। ‘মিঠিঝোরা’তে স্রোত – সার্থক জুটি বেশ নজর কেড়েছিল দর্শকের। গ্রামের বধূ হিসাবে হয়তো দেখা যেতে পারে দুই জনপ্রিয় অভিনেত্রী সাইনা ও ইন্দ্রানী। চ্যানেল কর্তৃপক্ষর তরফে ধারাবাহিক কিংবা জুটি নিয়ে কিছুই প্রকাশ্যে আনা হয়নি।
আরও পড়ুন: Apu Biswas: ওজন ঝরিয়ে বিপাকে অপু! অভিনেত্রীর নেপথ্যে বড় ষড়যন্ত্র?
বলিউডের গল্প ছোট পর্দায়!
কিরণ রাও (Kiran Rao) এর ‘লাপতা লেডিজ’ আদলে গড়া হতে পারে ধারাবাহিকটি। শোনা গিয়েছে, ইতিমধ্যে ধারাবাহিকটির প্রোমো শুট হয়ে গিয়েছে। ‘লাপতা লেডিজ’ ছবিতে দুই নারী ফুলকুমারী ও পুষ্পারানীর চরিত্র তুলে ধরা হয়েছিল। যা দর্শক বেশ পছন্দ করেছিলেন। আর এরই আদলে ধারাবাহিক আসার খবর যদি সত্যি হয়, তবে দর্শক আবারও নতুন মুখ নতুন জুটিকে দেখতে চলেছেন। তবে ছবির আদলে গড়া ধারাবাহিকে কতটা ভালবাসা দেবেন তা সময়ের অপেক্ষায়।
আরও পড়ুন: Paresh Rawal: সুস্থ হতে প্রস্রাব পান? বিতর্কের ঝড়ে ফাঁস পরেশ রাওয়ালের সত্যি!
কেমন ভাবে নেবে দর্শক?
টিভির পর্দায় নিত্য নতুন ধারাবাহিক দেখতে পছন্দ করেন দর্শক। তবে ধারাবাহিকগুলির স্থায়িত্ব বেশিদিন হয় না বললেই চলে। এবারের এই কাহিনী দর্শকের কাছে কতটা মন জয় করবে তা দেখার। তবে পুরোপুরি বড় পর্দার আদলে হবে কি তা এখনই জানা যায়নি। ‘লাপতা লেডিস’ এ দেখা গিয়েছিল নতুন কনে হারিয়ে যায় তাঁর প্রিয় মানুষের থেকে। এই নিয়েই শুরু হয় ছবির গল্প। অন্যদিকে কনে বদল হয়ে যায় শ্বশুর ঘরে। তবে সে কনে মুখ না দেখিয়েই সংসারে পাশাপাশি নিজের স্বপ্নকে পূরণ করে। ছবিতে গ্রামীণ সমাজে পুরনো রীতিনীতি, সামাজিক বৈষম্যকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। পাশাপাশি রয়েছে গুরুত্বপূর্ণ বার্তা।