ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিলজিত দোসাজ্ঞের প্রশংসায় পঞ্চমুখ মনোজ বাজপেয়ী। বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘সুরজ পে মঙ্গল ভারি’। আগামী ১৮ অক্টোবর এটি মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। বলিউডের একাধিক নামকরা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এই সিনেমাতে। বর্তমান সময়ে দাঁড়িয়ে কমেডি সিনেমার অভাব বোধ করেন দর্শকরা। সেই অভাব পূরণ করতেই আসছে এই নতুন ছবি।
এই সিনেমাতে অভিনয় করেছেন দিলজিত দোসাজ্ঞ, ফতেমা শেখ ও মনোজ বাজপেয়ী। সিনেমাতে অভিনয় করে অভিনেতা মনোজ বাজপেয়ী ভীষণই অভিভূত। সম্প্রতি মনোজ বাজপাই দিলজিত দোসানকে নিয়ে জানান- ‘দিলজিত অল্প বয়সেই অনেক কিছু অ্যাচিভ করেছেন এবং দিলজিত খুবই ভালো মনের মানুষ। ‘ তিনি এই টিমের সাথে কাজ করতে পেরে খুবই আনন্দিত।
আরও পড়ুন: https://tribetv.in/massive-fire-in-oil-tanker-at-beleghata/
এই ছবিটি শুটিং করার সময় মনোজ বাজপাইয়ের র একটি সেরা শ্যুটিং অভিজ্ঞতা তিনি জানিয়েছেন তিনি শুটিংয়ের সময় ভুল গান গেয়ে আন্নু স্যারকে (আন্নু কাপুর) বিরক্ত করেছেন কিন্তু তিনি তা সত্বেও এতটুকু বিরক্ত হননি। পরিচালক অভিষেক শর্মা এবং জি স্টুডিওর সাথে কাজ করার বিষয়ে, মনোজ বলেছেন, অভিষেকের সাথে কাজ করতে তিনি বরাবরই পছন্দ করেন, এবং ভবিষ্যতে তিনি আরো বেশি করে সহযোগিতা করার জন্য উপস্থিত থাকবেন।’ জি স্টুডিও তাঁর কাছে একটি বাড়ি হয়ে উঠেছে, এবং এটি সবই শুরু হয়েছিল সুরজ পে মঙ্গল ভারি সিনেমার কাজ করার মধ্য দিয়ে।