Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফেসবুক ব্যবহার করছেন অনেক (New Facebook Feature) বছর ধরেই। কিন্তু মনে আছে কি, এক সময় যখন কাউকে সরাসরি কিছু বলা হতো না, তখন ‘পোক’ করে জানিয়ে দেওয়া যেত যে আপনি আছেন, মনে পড়ছে, বা হয়তো চাইছেন একটু আলাপ জমুক? সময় বদলেছে, বদলেছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারও। কিন্তু সেই পুরনো দিনগুলোর টান আজও থেকে গেছে অনেকের মনে। আর সেই আবেগকেই যেন আবার স্পর্শ করতে চায় মেটা।
‘পোক’ ফিচার (New Facebook Feature)
দীর্ঘদিন পর, ফেসবুকে ফিরে এল নস্ট্যালজিয়া-ঘেরা ‘পোক’ (New Facebook Feature) ফিচার। ২০০৪ সালে যাত্রা শুরু করেছিল এই ফিচারটি, তখনকার দিনে তা ছিল নতুন এক যোগাযোগের উপায়। কারও মনোযোগ আকর্ষণ করা, মজার ছলে বন্ধুকে টোকা দেওয়া, এমনকি অনেক সময় ফ্লার্ট করতেও ব্যবহার হত এই অপশনটি। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই ফিচারের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।
সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া এক স্মৃতি (New Facebook Feature)
তবে সময় বদলের সঙ্গে সঙ্গে বদলেছে ব্যবহারকারীদের (New Facebook Feature) চাহিদাও। মেসেঞ্জার, লাইক, কমেন্ট, স্টোরি কিংবা রিঅ্যাকশন ইমোজির দুনিয়ায় হারিয়ে গিয়েছিল ‘পোক’। ২০১৪ সালে তা একপ্রকার আড়ালেই চলে যায় ফেসবুকের ইন্টারফেস থেকে।
আরও পড়ুন: Jeet-Tota: মুখোমুখি সংঘর্ষে জিৎ-টোটা, নতুন ঝড় টলিউডে!
নতুন মোড়কে ‘পোক’ ফিরছে
তবে সম্প্রতি মেটা ঘোষণা করেছে, আধুনিক রূপে ‘পোক’ ফিরিয়ে আনা হচ্ছে। এবার ব্যবহারকারীরা সরাসরি অন্য কোনও ইউজারের প্রোফাইলে গিয়েই তাকে পোক করতে পারবেন। আলাদা করে খুঁজতে হবে না কোনও অপশন বা পেজ। এর পাশাপাশি, পোকের সঙ্গে থাকবে ইমোজির ব্যবহার-যাতে অনুভূতির প্রকাশ আরও বেশি আকর্ষণীয় হয়। কারও কাছ থেকে আপনি যদি পোক পান, তাও পাবেন সরাসরি নোটিফিকেশনে। ফলে এটি এখন শুধু ‘টোকা দেওয়া’ নয়, বরং একধরনের ইন্টারঅ্যাকটিভ গেমিফায়েড কমিউনিকেশন হিসেবেই ব্যবহার করা যাবে।
পুরনোদের স্মৃতি, নতুনদের আকর্ষণ
এই ফিচার শুধুমাত্র পুরনো দিনের ব্যবহারকারীদের স্মৃতি ফিরিয়ে আনতেই নয়, বরং নতুন প্রজন্ম বিশেষ করে জেনজি ইউজারদের ফেসবুকের প্রতি আকৃষ্ট করতেই আবার চালু করা হয়েছে। তরুণ প্রজন্মের ডিজিটাল হাব হিসেবে ইনস্টাগ্রাম এবং টিকটক জনপ্রিয় হলেও, ফেসবুক এখন চাইছে তাদেরও নিজের প্ল্যাটফর্মে ধরে রাখতে।