ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেশ কয়েকদিন ধরে প্রতিনিয়ত নিত্যনতুন ফিচার(New Features Of Instagram) এনে ইউজারদের চমকে দিচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম রিল দিনের পর দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তাই কোম্পানিটিও একের পর এক নতুন ফিচার এনে হাজির করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই যারা সোশ্য়াল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন, তাদের অধিকাংশের ফোনেই এই অ্যাপটি ডাউনলোড করা রয়েছে আশা করা যায়। ইন্দো-চিন সংঘর্ষের পর ভারত থেকে বিদায় নিয়েছিল টিকটক। কয়েক দিনের মধ্যেই সেই অ্যাপের শূন্যস্থান পূরণ করেছিল ইনস্টাগ্রাম রিলস। যা বর্তমানে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে। ইউজারদের মন জয় করতে সেই রিলসে নিত্যনতুন ফিচার যোগ করে চলেছে মার্ক জুকারবার্গের সংস্থাও। এবার ডিএম (ডিরেক্ট মেসেজ)-এ একাধিক বদল আনল সংস্থা। এর ফলে চ্যাটিং আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। জেনে নিন কী কী নতুন ফিচার আসতে চলেছে।
QR কোড (New Features Of Instagram)
গ্রুপ চ্যাটের জন্য কিউআর কোড ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম(New Features Of Instagram)। তার জন্য প্রথমে গ্রুপে যান। গ্রুপের নামে ট্যাপ করতে হবে তারপর। এরপর ইনভাইট লিঙ্কে ক্লিক করুন। ট্যাপ করুন কিআউআর কোডে। এরপরই কোডটি শেয়ার করে গ্রুপ চ্যাটের জন্য যে কাউকে ইনভাইট করতে পারবেন আপনি।
মিউজিক স্টিকার (New Features Of Instagram)
এবার ইনস্টাগ্রাম চ্যাটে পাঠাতে পারবেন মিউজিক স্টিকার(New Features Of Instagram)। কোন স্টিকারের সঙ্গে কোন গান জুড়বেন সেটা একেবারেই ব্যবহারকারীর সিদ্ধান্ত। পাঠানোর আগে দেখতে পাবেন প্রিভিউও।
পিনড চ্যাট
হোয়াটস অ্যাপে বহুদিন ধরেই মেসেজ পিন করা যায়। এবার সেই সুবিধা মিলবে ইনস্টাগ্রামেও। এখন থেকে আপনি প্রয়োজনীয় যে কোনো ব্যক্তির চ্যাট পিন করে রাখতে পারবেন(New Features Of Instagram)।
মেসেজ ট্রান্সলেশন
ধরুন অপরিচিত কারও সঙ্গে কথা বলছেন। সেখানে ভাষা একটা সমস্যা হয়ে দাঁড়াতেই পারে। এই সমস্যার সমাধান নিয়ে হাজির ইনস্টা। এবার নিমেষেই ট্রান্সলেট করতে পারবেন যে কোনও মেসেজ। যে চ্যাটটি ট্রান্সলেট করতে চান, সেটিতে ট্যাপ করলে মিলবে ট্রান্সলেট অপশন। তাতে ক্লিক করলে স্ক্রিনে ভেসে উঠবে ট্রান্সলেটেড মেসেজ।
আরও পড়ুন: Instagram New Feature: ইনস্টাগ্রামের নয়া ফিচার, অপছন্দের ভিডিও থেকে মুক্তি!
শিডিউল মেসেজ
ধরুন রাতে বা অন্য কোনো সময় কোনো দরকারে কাউকে মেসেজ করার কথা আপনার। কিন্তু কাজের চাপে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এখন আর ভাবতে হবে না এই নিয়ে। এবার থেকে ইনস্টাগ্রামে মেসেজ শিডিউল করতে পারবেন আপনিও। মেসেজ শিডিউল করে রাখার পর সেই মেসেজ সময় মতো পৌঁছে যাবে ব্যক্তির কাছে।