ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী সপ্তাহে সংসদে নতুন আয়কর বিল পেশ করতে চলেছে কেন্দ্র (Income Tax Bill)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করবেন এই নতুন আয়কর বিল। নয়া আইন তৈরি হলে কতটা বদল হতে পারে আয়করের নিয়ম? ইতিমধ্যেই শুরু হয়েছে এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এতে করদাতাদের জটিলতা কমবে বলে স্পষ্ট করেছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন।
আয়করে কমবে জটিলতা (Income Tax Bill)
বর্তমানে দেশে ১৯৬১ সালের আয়কর আইন চালু রয়েছে (Income Tax Bill)। সেই নিয়মের বদল করেই নতুন বিল আনছে কেন্দ্র। অর্থনীতিবিদদের অনুমান, নতুন আয়কর আইনে আয়করের ক্ষেত্রে ৬০ শতাংশ জটিলতা কমবে। এমনকি মনে করা হচ্ছে, এই নতুন কর ব্যবস্থা আসার ফলে ব্যক্তিগত এবং ব্যবসায়িক করের বিষয়টি আরও সহজ হয়ে যাবে। বিশেষজ্ঞরা আরও মনে করছেন, নতুন আইনে কমবে আইনি বিরোধ ও জটিলতা।
দুটি কর কাঠামো চালু রয়েছে (Income Tax Bill)
বর্তমানে ভারতে কোনো ব্যক্তির আয়কর জমা দেওয়ার জন্য দুটি কর কাঠামো চালু রয়েছে (Income Tax Bill)। একটি হল নতুন আয়কর কাঠামো, এবং অপরটি হল পুরোনো আয়কর কাঠামো। বর্তমানে করদাতা নিজেদের ইচ্ছে মতো আয়কর কাঠামো মেনে আয়করের টাকা জমা দিতে পারেন। দু’টি কাঠামোর আয়করের ক্ষেত্রে বেশ অনেকটাই পার্থক্য রয়েছে। এমনকি দুটি আয়কর কাঠামোতে আয়কর স্লাবও একটি আর একটির থেকে আলাদা।
আরও পড়ুন: Delhi Assembly Election: কী হতে চলছে দিল্লি বিধানসভার ফলাফল? বুথ ফেরত সমীক্ষায় কার পাল্লা ভারী?
পুরোনো কর কাঠামো বন্ধ হবে?
আর্থিক বিশ্লেষকদের একাংশের দাবি করছেন, নতুন আয়কর কাঠামো দেওয়া হলে পুরোনো কর কাঠামো একেবারে পুরোপুরি বন্ধ করার পথে হাঁটতে পারে নরেন্দ্র মোদী সরকার। এবছর ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন। সেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নতুন আয়কর কাঠামোতে বিরাট পরিমাণে ছাড় ঘোষণা করেছেন। এই আয়কর কাঠামোয় মধ্যবিত্ত মানুষকে স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

আয়করে ছাড়
সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের জন্য বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো আয়কর। এই নিয়ম চালু হতে চলেছে ২০২৫-২৬ আর্থিক বছর থেকে। চাকরিজীবী না হলে এই আয়কর ছাড়ের ঊর্ধ্ব সীমা ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
আরও পড়ুন: PM Modi At Maha Kumbh: হাতে রুদ্রাক্ষের মালা, ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী
নতুন আয়কর বিল
গত ১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করার সময়েই বাজেট বক্তৃতায় প্রথম এই নতুন আয়কর বিলের কথা শোনা যায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের গলায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, আগামী সপ্তাহে নতুন আয়কর বিল সংসদে পেশ করবে সরকার। বর্তমানে আয়করের আইনে সে সমস্ত নিয়মকানুন রয়েছে নতুন আইনে তাঁর অর্ধেক করা হবে নিয়মের সংখ্যা। যাতে নিয়মের জটিলতা কমানো যায়।