Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডি কায়দায় নতুন ধারাবাহিক ‘কম্পাস’ আসছে ছোট পর্দায় (New serial)। কম্পাসের হাত ধরে অভিনয় জগতে পা রাখছেন পর্ণা চক্রবর্তী। যিনি মডেলিং জগতে বেশ জনপ্রিয়। প্রযোজক সুশান্ত দাসের ধারাবাহিক ‘কম্পাস’। ইতিমধ্যেই ‘কম্পাসে’র এক ঝলক প্রকাশ্যে এসেছে। কম্পাসের টিজারে অনেকটা বলিউডের ছোঁয়া দেখতে পেয়েছে দর্শক। কাদেরকে জুটি হিসাবে দেখা যাবে? কী গল্প নিয়ে আসছে কম্পাস?
টমবয় লুক (New serial)
সদ্য প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের এক ঝলক (New serial)। কম্পাসে দেখা গিয়েছে নায়িকাকে টমবয় রূপে। যার সাথে দর্শক অনেকখানি মিল পেয়েছে কর্ন জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai) ছবির। যেখানে কাজলকে দেখা গিয়েছিল টম বয় রূপে। তেমনি কম্পাসে পর্না চক্রবর্তীকে দেখা গিয়েছে টমবয় লুকে।
ধারাবাহিকের জুটি (New serial)
ইতিমধ্যে ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে (New serial)। টলিপাড়ার খবর ‘কম্পাস’ ধারাবাহিকের পুরোদমে শুটিং চলছে উত্তরবঙ্গে। সব ঠিকঠাক এগোলে আগামী মাসে ছোট পর্দায় দেখা যাবে পর্না চক্রবর্তীকে। পর্না ‘কম্পাস’ ধারাবাহিকের হাত ধরে অভিনয়ে পা রাখছেন। তবে শোনা গিয়েছে পর্না এর আগেও অনেক মিউজিক ভিডিওতে কাজ করেছেন । তাই অভিনয় জগতে তিনি যে প্রথম তা বলা যায় না। অভিনেত্রীর বিপরীতে থাকছেন অর্কপ্রভ রায় (Arkaprovo Roy)। যিনি ‘তোমাদের রানী’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন।
কম্পাসের লুক কেমন?
‘কম্পাস’ ধারাবাহিকের টিজারে দেখা গিয়েছে, পর্নাকে টমবয় হিসেবে অর্থাৎ ছোট করে কাটা চুল, মাথার টুপি, জিন্স ও টপ পরা, চোখে কালো ফ্রেমের চশমা। সবচেয়ে বেশি আকর্ষণীয়, পায়ে স্কেটিং শু পরে কলেজে ঢোকা। আর তাঁকে ঘিরে সহপাঠীদের উচ্ছ্বাস। সম্ভবত কলেজ ক্যাম্পাসের গল্প নিয়ে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিকটি।
আরও পড়ুন: Anupam Kher: বোনেদের সিঁদুর রক্ষার লড়াই, দিলজিৎকে একহাত নিলেন অনুপম খের!
মডেলিং দুনিয়ার চেনা মুখ
টলিপাড়ার গুঞ্জন বলছে, পর্ণা চক্রবর্তী মডেলিং দুনিয়ার মানুষ। তবে এর আগেও মডেলিং দুনিয়া থেকে ধারাবাহিকে যোগ দিয়েছেন অনেক অভিনেত্রী। যেমন জ্যোতির্ময়ী কুন্ডুও (Jyotirmoyee Kundu) মডেলিং দুনিয়া থেকে এসেছেন। তবে আজ তিনি জনপ্রিয় অভিনেত্রী। যাঁকে দেবের (Dev) ‘প্রজাপতি ২’ ছবিতে দেখা যাবে। অর্থাৎ বলা যায় , প্রযোজক সুশান্ত দাসের হাত ধরে অভিনয় জগতে পা রাখছেন আরও এক মডেলিং দুনিয়ার চেনা মুখ।
আরও পড়ুন: Sourav Ganguly: পিছিয়ে গেল দাদার বায়োপিক! ভয় পাচ্ছেন রাজকুমার রাও?
পুরানো চরিত্রকে ফিরে পাওয়া
‘কম্পাস’ ধারাবাহিকের নাম ও প্রোমো দেখে যদিও অনেকেই ট্রোল করেছেন। অনেকের মনে হয়েছে, ধারাবাহিকের নাম কম্পাস কেন? পেন্সিল ,কাঁটা এগুলো নয় কেন? আবার অনেকের মনে হয়েছে , ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai) ছবির ‘অঞ্জলি’ চরিত্রকে তারা ফিরে পাচ্ছেন। তবে নতুন ধারাবাহিকের টিজার মন জয় করে নিয়েছে অনুরাগীদের। এবার ছোটপর্দায় আসার অপেক্ষায়।