ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চারিদিকে জলাধার। তার মাঝখানে একটি বিশাল গম্বুজ। পুরো গম্বুজটিই সোলার প্যানেলে মোড়া। যার নাম ‘সোলার ডোম’ বা সৌর গম্বুজ। এবার শীতে নিউটাউনের ইকো পার্কের যা অন্যতম আকর্ষণ। বুধবার থেকে জনসাধারণের জন্য এই গম্বুজের দরজা খুলে গেল।
বিশ্বের উন্নতশীল দেশগুলিতে সৌর, বায়ু, গোবর ইত্যাদি শক্তির প্রচলন অনেকটাই বেড়েছে। বাংলায় বিকল্প শক্তির ব্যবহার ও প্রয়োজনীয়তা সম্পর্কে আমজনতার উৎসাহ বাড়াতে বিরাট আকারের সোলার ডোম তৈরি হয়েছে। যার ভিতর জুড়ে থাকছে গ্যালারি, স্ক্রিন-প্রজেক্টর, সেমিনার হল, প্ল্যানেটরিয়াম, মেরিন একোয়ারিয়াম, ৩৬০ ডিগ্রি ভিউ পয়েন্ট ইত্যাদি।
আরও পড়ুন: https://tribetv.in/chhath-puja-closed-at-rabindra-subhash-sarovar/
৬-৭ তলা বাড়ি সমান নজর কাড়া সৌর গম্বুজটি মঙ্গলবার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা, হিডকো ও নগরোন্নয়ন দফতরের সহযোগিতায় সুইজারল্যান্ডের একটি নামজাদা সংস্থার পরামর্শে তৈরি হয়েছে সৌর গম্বুজটি। বুধবার থেকে জনসাধারণের জন্য এই গম্বুজের দরজা খুলে গেল।