ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চাকরিহারাদের পরীক্ষা দিতেই হবে। সুপ্রিম নির্দেশ মেনে ৩০ মে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে (SSC Notification)। সমান্তরালভাবে নজর থাকবে রিভিউ পিটিশনের দিকেও। মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘সুপ্রিম’ নির্দেশ পালনে বাধ্য রাজ্য সরকার (SSC Notification)
স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ঢালাও দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলে গোটা প্যানেলটাই বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু নতুন করে পরীক্ষা দিতে নারাজ চাকরিহারা যোগ্য শিক্ষকরা। লাগাতার আন্দোলনে নেমেছেন তাঁরা। রাতের পর রাত বসে থেকেছেন বিকাশ ভবনের সামনে। এই মর্মে একাধিকবার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছেন তাঁরা। তবুও মিলল না স্বস্তি।
আরও পড়ুন: Narendra Modi: উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদি, সিকিম দিবসে গ্যাংটক, তারপর আলিপুরদুয়ার জনসভা
সুপ্রিম নির্দেশ পালনে বাধ্য রাজ্য সরকার। তাই ফের পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের (SSC Notification)। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, পরীক্ষা ছাড়াই যোগ্য শিক্ষকদের তাঁদের চাকরিতে কীভাবে পুনর্বহাল রাখা যায়, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্টের ওপরই ভরসা রাখল রাজ্য সরকার। খোলা রাখল ‘রিভিউ পিটিশনের’ বিকল্প পথ।
‘পরীক্ষায় বসতেই হবে’ (SSC Notification)
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি’র নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি হবে ৩০ মে (SSC Notification)। ১৬ জুন থেকে অনলাইনে আবেদন করা যাবে। ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন। ১৫ নভেম্বর মেধাতালিকা প্রকাশ। ২০ নভেম্বর থেকে শুরু কাউন্সেলিং। চাকরি হারাদের বয়সের ছাড়। চাকরিহারারা বয়স পেরিয়ে গেলেও পরীক্ষায় বসতে পারবেন। যাঁরা এতদিন কাজ করেছেন তাদের অভিজ্ঞতার সুবিধাও দেওয়া হবে। “আমরা পরীক্ষা দেব না এটা বলাটা ঠিক নয়। তাহলে চাকরিটাই থাকবে না।” স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন:SSC: রাজ্যের ভাতা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, হাইকোর্টে দায়ের আরও একটি মামলা
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২৪,২০৩ শূন্যপদ। তাছাড়াও নবম-দশমের জন্য ১১,৫১৭ অতিরিক্ত শূন্য পদ। একাদশ-দ্বাদশের জন্য ৬,৯১২ অতিরিক্ত শূন্য পদ। গ্ৰুপ-‘সি’ এর জন্য অতিরিক্ত শূন্য পদ ৫৭১। গ্রুপ ‘ডি’ এর জন্য অতিরিক্ত শূন্য পদ ১০০০। মোট শূন্যপদ- ৪৪,২০৩। চাকরিহারাদের নিয়ে নবম-দশমে মোট শূন্যপদ ২৩,২১২। একাদশ-দ্বাদশে মোট শূন্যপদ ১২,৫১৪। গ্রুপ ‘সি’ তে মোট শূন্যপদ ২,৯৮৯। গ্রুপ ‘ডি’ তে মোট শূন্যপদ ৫,৪৮৮। গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ দের নিয়োগের বিজ্ঞপ্তি পরে জারি হবে।