ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকেই সেঞ্চুরি, রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র (Ravindra Makes History)। কোন নতুন রেকর্ড গড়লেন তিনি?
বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি, দুই অভিষেকেই শতরান (Ravindra Makes History)
নিউজিল্যান্ড ব্যাটার রাচিন রবীন্দ্র আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইভেন্টে দুর্দান্ত ফর্ম বজায় রাখলেন (Ravindra Makes History)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচেই শতরান করলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। তবে বাংলাদেশের বিরুদ্ধে ফিরে এসেই শতরান করলেন। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি, দুই অভিষেক ম্যাচেই শতরান করা প্রথম ক্রিকেটার হলেন।
নিউজিল্যান্ডের হয়ে আইসিসি ইভেন্টে সর্বাধিক শতরান রাচিনের (Ravindra Makes History)
এই শতরানের মাধ্যমে রাচিন আইসিসি ওডিআই ইভেন্টে নিউজিল্যান্ডের সর্বাধিক শতরানের রেকর্ড গড়লেন (Ravindra Makes History)। এর আগে কেন উইলিয়ামসন ও নাথান অ্যাস্টলের তিনটি করে শতরান ছিল। এবার রাচিন তাদের পেরিয়ে চারটি শতরান করে নিউজিল্যান্ডের শীর্ষ ব্যাটার হয়ে উঠলেন।
২০২৩ বিশ্বকাপে তিন শতরানের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঝড় (Ravindra Makes History)
ভারতে অনুষ্ঠিত ২০২৩ সালের বিশ্বকাপে তিনটি শতরান করেছিলেন রাচিন রবীন্দ্র (Ravindra Makes History)। এবার তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুর্দান্ত ব্যাটিং করলেন। বাংলাদেশের বিরুদ্ধে ১১২ রান করেন মাত্র ১০৫ বলে। তার এই ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছয়।
আরও পড়ুন: Kaif Slams PCB: রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কর্তৃপক্ষকে তীব্র সমালোচনা করলেন মহম্মদ কাইফ
নিউজিল্যান্ডের জয়ের অন্যতম কারিগর
বাংলাদেশ ২৩৭ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে ৭২/৩ অবস্থায় চাপে পড়েছিল নিউজিল্যান্ড। তখন টম লাথামের সঙ্গে ১২৯ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন রাচিন। বাঁহাতি এই ব্যাটার মাত্র ৯৫ বলে শতরান করেন। তার দুর্দান্ত ইনিংসের জন্যই বাংলাদেশ ও পাকিস্তান, দু’দলই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায়।
আরও পড়ুন: Lakshya Sen : বয়স বিতর্কে ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন, তদন্তের নির্দেশ হাইকোর্টের
রাচিন আউট হলেও সহজ জয় পেল নিউজিল্যান্ড
ম্যাচের শেষদিকে বাংলাদেশ রাচিন ও লাথামকে আউট করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। তবে মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস ঠান্ডা মাথায় খেলেন এবং নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে জয় এনে দেন।
ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে দুবাই যাচ্ছে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড এখন ২ মার্চ দুবাইতে ভারতের বিরুদ্ধে গ্রুপ-এ-র শেষ ম্যাচ খেলবে। এরপর তারা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অংশ নেবে।