ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সরকারি চাকরির(NHPC Recruitment) আশায় দিনরাত এক করে পরিশ্রম করে যান অনেকেই। আপনিও কি উচ্চপদস্থ সরকারি চাকরির সন্ধানে রয়েছেন? তাহলে অবশ্যই পড়ুন এই প্রতিবেদন। নিয়োগ (Recruitment) সংক্রান্ত বড় সুখবর নিয়ে এল কেন্দ্রীয় সংস্থা এনএইচপিসি। জানুন কীভাবে করবেন আবেদন। কারা করতে পারবেন এই আবেদন ?
নিয়োগকারী সংস্থা (NHPC Recruitment)
রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন(NHPC Recruitment) লিমিটেডের পক্ষ থেকে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। নির্দিষ্ট মেয়াদের চুক্তিতে এই কর্মী নিয়োগ (Recruitment) করা হবে বলে জানিয়েছে সংস্থা।
কোন কোন পদে হবে নিয়োগ? (NHPC Recruitment)
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থা মেডিক্যাল অফিসার এবং ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ও সিভিল) পদে নিয়োগ করতে চলেছে(NHPC Recruitment)। মূলত ১ বছরের চুক্তিতে হবে এই নিয়োগ। শর্তসাপেক্ষে পরবর্তীকালে চুক্তির মেয়াদ ২ বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।
মোট শূন্য পদের সংখ্যা
ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) লিমিটেডে শূন্য পদ আছে মোট ১৬ টি।
আরও পড়ুন:WBSETCL Recruitment: রাজ্য বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কীভাবে করবেন আবেদন?
আবেদনের যোগ্যতা
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে থাকলে আবেদন করা যাবে মেডিক্যাল অফিসার পদে। পাশাপাশি আবেদনকারীর কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ইন্টার্নশিপের পরে দু’বছর কাজের অভিজ্ঞতা থাকাও বাঞ্ছনীয়। ফিল্ড ইঞ্জিনিয়ার পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ভিন্ন।
কোথায় কাজ করতে হবে?
নিযুক্তদের কাজ করতে হবে মূলত লাদাখ, সিকিম, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডে।
বয়সসীমা
মেডিক্যাল অফিসার পদে সর্বোচ্চ ৩৫ ও ফিল্ড ইঞ্জিনিয়ার পদে সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য।
বেতন
উভয় পদের জন্যই নিযুক্তদের বেতন হিসাবে দেওয়া হবে মাসিক ১ লক্ষ টাকা।
আবেদন মূল্য
সংরক্ষিত শ্রেণীর প্রার্থী ব্যতীত সকলকে আবেদন মূল্য বাবদ ৫৯০ টাকা জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
এই পদ গুলিতে আবেদনের জন্য সংস্থার ওয়েবসাইটে ভিজিট করে নথি সহ অনলাইনে জানাতে হবে আবেদন(NHPC Recruitment)। সেখানে নিজের সঠিক ডিটেলস দিয়ে আবেদন করুন। নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।
আবেদনের শেষ তারিখ
আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। আপনি যদি বিজ্ঞপ্তিতে দেওয়া পদ গুলি সম্পর্কে আগ্রহী থাকেন তবে শেষ দিনের আগেই নিজের আবেদন জমা দিন ওয়েব সাইটে।