Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আপনিও যদি সরকারি চাকরির খোঁজে থাকেন তবে নিউ ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড সংস্থায় চাকরির আবেদন করতে পারবেন (Recruitment News)। নির্বাচিত প্রার্থীরা মাসে ৫০,৯২৫ টাকা পাবেন মূল বেতন হিসেবে।
NIACL Recruitment (Recruitment News)
যারা চাকরির জন্য পড়াশোনা করছেন বা সরকারি চাকরির চেষ্টা করছেন তারা এবার আবেদন করতে পারবেন নিউ ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পদে ৫৫০টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। এই পদে নির্বাচিত হলে আপনি মাসে ৯০ হাজার টাকা বেতন পাবেন (Recruitment News)।
তাছাড়াও আছে আরও অনেক শূন্যপদ। সেই সকল শূন্যপদের মধ্যে রয়েছে রিস্ক ম্যানেজারের জন্য ৫০টি পদ, অটোমোবাইল ইঞ্জিনিয়ারের জন্য ৭৫টি পদ, লিগাল স্পেশালিস্টের জন্য ৫০টি পদ, অ্যাকাউন্ট বিশেষজ্ঞের জন্য ২৫টি পদ, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হেলথের জন্য ৫০টি পদ, আইটি বিশেষজ্ঞের জন্য ২৫টি পদ, বিজনেস অ্যানালিস্টের জন্য ২৫টি পদ, কোম্পানি সেক্রেটারি হিসেবে ২টি পদ, অ্যাকচুরিয়াল স্পেশালিস্টের জন্য ৫টি পদ রয়েছে। এছাড়াও ১৯৩টি পদ জেনারেলিস্টদের জন্য সংরক্ষিত।

বেতন ও অন্যান্য সুযোগ সুবিধে
নির্বাচিত প্রার্থীরা মাসে ৫০,৯২৫ টাকা পাবেন মূল বেতন হিসেবে। এর সঙ্গে যোগ হবে মহার্ঘভাতা, এইচআরএ, অন্যান্য ভাতা। সব মিলিয়ে মেট্রো শহরে বেতন দাঁড়াবে মাসে ৯০ হাজার টাকা। সপ্তম বেতন কমিশন অনুসারে এই বেতন দেওয়া হবে। এর সঙ্গে চিকিৎসা সংক্রান্ত সুবিধে, বিমার সুবিধা (Recruitment News)।
যোগ্যতা ও বয়সসীমা
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আপনি আর্টস, কমার্স বা সায়েন্স যে স্ট্রিমেই পড়াশোনা করে থাকুন না কেন, যদি আপনার ডিগ্রি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে। এসসি, এসটি প্রার্থীদের জন্য ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছরের ছাড় রয়েছে। বিশেষভাবে সক্ষম প্রার্থীরাও পাবেন বয়সের ক্ষেত্রে ছাড়। বয়স গণনা করা হবে ১ অগাস্ট ২০২৫ তারিখের হিসেবে (Recruitment News)।
আরও পড়ুন: India vs Pakistan: ভারতে দল পাঠাতে রাজি নয় দেশ, একপ্রকার অনিশ্চিত দুই দলের দ্বৈরথ
প্রার্থী নির্বাচন
এই সংস্থায় প্রার্থী নির্বাচন হবে দুটি ধাপ পরীক্ষার মাধ্যমে। প্রথম ধাপে স্ক্রিনিংয়ের জন্য পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে পারফর্মেন্সের ভিত্তিতেই চূড়ান্ত যোগ্যতা নির্ধারণ করা হবে। প্রথম ধাপে উত্তীর্ণ হলে তবেই দ্বিতীয় ধাপের পরীক্ষায় বসা যাবে (Recruitment News)।
আবেদন ফি
আবেদনের ফি হিসেবে জেনারেল বা অসংরক্ষিত ও ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে দিতে হবে ৮৫০ টাকা। বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য দিতে হবে ১০০ টাকা আবেদনের ফি (Recruitment News)।