ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রেড কার্পেটে হলিউড অভিনেত্রী, কোনও দ্বিধা করলেন না (Nicole Kidman)। সবার সামনেই হাত জোড়ো করলেন। ভারতীয় আদব কায়দায় নজর কাড়লেন। নমস্কার করে অভিবাদন জানালে। এই হলিউড অভিনেত্রীর ভারত যে বেশ পছন্দের, তা তিনি প্রমাণ করে দিলেন। এর আগেও ইচ্ছা প্রকাশ করেছিলেন, শাহরুখ খানের নায়িকা হতে চান। ইনি নিকোল কিডম্যান (Nicole Kidman)। গোল্ডেন গ্লোবসের লাল গালিচায় ভারতীয় আদব কায়দায় সবার মন জয় করে নিলেন অস্কারজয়ী এই অভিনেত্রী।
গোল্ডেন গ্লোবসে তুলে ধরলেন ভারতীয় সংস্কৃতি (Nicole Kidman)
এর আগেও বহুবার ভারতে এসেছেন হলিউড অভিনেত্রী নিকোল (Nicole Kidman)। কখনও তাঁকে দেখা গিয়েছে জয়পুরের রাজকীয় অতিথি হিসেবে। কখনও বা তাঁকে উল্লাস করতে দেখা গিয়েছে, গোয়ার সমুদ্র সৈকতে। ইচ্ছা প্রকাশ করেছিলেন, শাহরুখ খানের নায়িকা হতে চান। শুনে তো অবাক গোটা দেশ। যেখানে ভারতের কিছু মানুষ আছেন, যারা পশ্চিমি আদব-কায়দা আত্মস্থ করতে ব্যস্ত। ভারতীয় সংস্কৃতিকে ভুলতে বসেছে। আর তখন নিকোল কিডম্যানের মতো একজন আন্তর্জাতিক খ্যাতনামা অভিনেত্রী বিদেশের মাটিতে তুলে ধরলেন ভারতীয় সংস্কৃতিকে। তাও আবার গোল্ডেন গ্লোবসের মতো সম্মানীয় অনুষ্ঠানে। এমনটাই বলছেন, বহু নেটিজেন। স্বাভাবিক ভাবেই নিকোলের এহেন আচরণ মন জয় করে নিয়েছে ভারতীয়দের।
লাল গালিচায় মধ্যমণি (Nicole Kidman)
সোমবার লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে বসেছিল ৮২তম গোল্ডেন গ্লোবসের আসর। সেই অনুষ্ঠানের লাল গালিচাতেই সবার মধ্যমণি হয়ে উঠলেন নিকোল (Nicole Kidman)। প্রথমে তিনি সবাইকে হ্যালো বলে অভিবাদন জানান। তারপর হঠাৎ করেই করজোড়ে নমস্কার করে বলেন নমস্তে। ভারতীয় সংস্কৃতির প্রতি হলিউড নায়িকার ভালোবাসা দেখে অনেকেই অবাক। সেই মুহূর্ত বন্দি হল ক্যামেরায়। ভাইরাল হয়ে ভিডিওটি ঘুরছে নেট পাড়ায়। ওই সময় নিকোলের পরনে ছিল ওয়ান শোলডার শিমারি গাউন। মুখে যেন মুক্ত ঝরা হাসি। প্রথমে চুমু ছুঁড়ে দিয়ে দর্শক অনুরাগীদের উদ্দেশ্যে বললেন, নমস্তে।
আরও পড়ুন: Rukmini Maitra: মানত পূরণ হয়েছে, দক্ষিণেশ্বরে ১৪০ প্রদীপ ভাসাবেন রুক্মিণী
অধরা সেরা অভিনেত্রীর পুরস্কার
অভিনেত্রী চলতি বছর মোশন পিকচারের সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছিলেন। নেপথ্যে তাঁর বেবি গার্ল সিনেমা। সিনেমার সেরা অভিনেত্রীর পুরস্কার তাঁর কাছে অধরা থাকলেও, হাসিমুখেই তিনি জয় করলেন ভারতীয়দের মন। এই বিভাগে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, পামেলা আন্ডারসন, কেট, টিলডা সুইটন এর মতো তাবড় তাবড় অভিনেত্রীরা।
আরও পড়ুন: Tahsan Roja Marriage: প্রকাশ্যে এল বিয়ের ছবি! তাহসান জুটি বাঁধলেন রোজার সঙ্গে
নিকোলের সঙ্গে ভারতের যোগ
একটি সাক্ষাৎকারে নিকোলে বলেছিলেন, শাহরুখ খানের সঙ্গে কাজ করা সত্যিই দারুণ হবে। তাছাড়া শাহরুখ শুধু ভারতেই নয়, সারা বিশ্বে তাঁর ভক্তদের হৃদয়ে জয় করেছেন। বলিউডের প্রিয় এই তারকার সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন বহু পরিচালক থেকে অভিনেতা। এবার বলিউড ছাড়িয়ে হলিউডেও ছড়িয়ে পড়েছে কিং খানের নাম। তার প্রমাণ পাওয়া গিয়েছিল নিকোল কিডম্যানের কথায়। নিকোল জয়পুর গোয়ার মতো ভারতের বহু শহরে এসেছেন। ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে দেখাও করেছিলেন। ঈশান খট্টরের সঙ্গে পারফেক্ট কাপল’ সিরিজে কাজ করেছেন।