ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৪, ফেলে আসা এই বছরে একের পর এক উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে নীলাঞ্জনা শর্মাকে (Nilanjanaa Sharma)। সম্পর্ক ভাঙ্গনের (Divorce) গুঞ্জন থেকে শুরু করে, একা হাতে নিজেদের মেয়েকে বড় করার লড়াই। পুরো শক্তিটাই তিনি পেয়েছেন মা অঞ্জনা ভৌমিকের কাছ থেকে। মাকে জড়িয়ে পুরনো ছবিতে স্মৃতিমেদুর হলেন নীলাঞ্জনা। সেই ছবিই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
মায়ের সাথে ছবি শেয়ার (Nilanjanaa Sharma)
মাকে আলিঙ্গন করে রয়েছেন নীলাঞ্জনা (Nilanjanaa Sharma)। মায়ের কপালে এঁকে দিচ্ছেন চুম্বন। অপরদিকে মা’ও হাসি মুখে, স্নেহের বন্ধনে বেঁধে রেখেছেন মেয়েকে। ছবিটা বেশ পুরনো, তা স্পষ্ট। নীলাঞ্জনার পরনে কালো রঙের একটি পোশাক। আর মায়ের পরনে লাল রঙের সালোয়ার কামিজ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নীলাঞ্জনা লেখেন, “তেরে হোতে কিসকা ডর, তু দুয়াও কা হ্যায় ঘর, মেরি মা, পেয়ারি মা”।
মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিকাতর নীলাঞ্জনা (Nilanjanaa Sharma)
গত বছরটা একের পর এক বিচ্ছেদের মধ্য দিয়ে যেতে হয়েছে নীলাঞ্জনাকে (Nilanjanaa Sharma)। স্বামী যীশুর সাথে সম্পর্কের বিচ্ছেদের জল্পনা থেকে শুরু করে মা অঞ্জনা ভৌমিকের মৃত্যু। একের পর এক ধাক্কায় ভেঙে পড়েছিলেন নীলাঞ্জনা। যদিও তিনি আবারও উঠে দাঁড়িয়েছেন। তাঁর কঠিন সময় পাশে ছিল দুই মেয়ে সহ বোন চন্দনা। সেই পরিস্থিতি এখন তিনি সামলে নিয়েছেন। কিন্তু মা বলে কথা, মা হারানোর কষ্ট কোনও কষ্টের সঙ্গেই তুলনীয় নয়। ১৭ ই ফেব্রুয়ারি সোমবার ছিল নীলাঞ্জনার মায়ের মৃত্যুবার্ষিকী। স্মৃতিকাতর হলেন নীলাঞ্জনা। শেয়ার করলেন, আবেগঘন ছবি। মায়ের এক বছরের বাৎসরিক কাজও সেরে ফেলেছেন তিনি ।
আরও পড়ুন: Tathagata Mukherjee: মুখে হাসি নেই, শার্টলেস ছবিতে তথাগত; ক্যামেরার পিছনে চর্চিত প্রেমিকা
মাকে ভীষণ মিস করেন
মায়ের বাৎসরিক কাজের দিন নীলাঞ্জনা এক সাক্ষাৎকারে বলেন, এই দিনগুলোতে আরও বেশি করে বুঝতে পারেন যে তিনি ঠিক কতটা একা। সহানুভূতি তো অনেকেই জানান। তবে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। সারা এবং জারা জন্মের পর, মা নীলাঞ্জনার পাশে এমন ভাবে ছিলেন, প্রায় ১০ জন পুরুষের সমান। মায়ের থেকেই নীলাঞ্জনা শিখেছেন, জীবনে পিছনে ফিরে তাকাতে নেই। জীবনের কোনও সংকট এলে তখন একমাত্র নীলাঞ্জনা মাকেই মিস করেন। নীলাঞ্জনা আরও বলেন, তিনি তাঁর মায়ের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন। মা চলে যাওয়ার পর তিনি যে ভাবে ব্যক্তিগত সমস্যার মোকাবিলা করেছেন, যদি তিনি অঞ্জনা ভৌমিকের মেয়ে না হতেন, তাহলে সেই লড়াইটা আরও কঠিন হত ।
আরও পড়ুন: Shakira: হাসপাতালে থেকেও অনুরাগীদের কথা ভাবছেন শাকিরা! হঠাৎ কী হল?
বিচ্ছেদ নিয়ে নিশ্চুপ
প্রসঙ্গত, বিগত বছরের শেষ থেকে, নতুন বছরের শুরু পর্যন্ত। টলিপাড়া সরগরম ছিল যীশু এবং নীলাঞ্জনার বিচ্ছেদের খবরে। ইতিমধ্যেই নীলাঞ্জনা তাঁর নামের পাশ থেকে সেনগুপ্ত পদবী সরিয়ে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় এখন তাঁর নাম রয়েছে, নীলাঞ্জনা শর্মা। যদিও নীলাঞ্জনা কিংবা যীশু তাঁদের সম্পর্কের বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।