Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। শনিবার কেন্দ্রীয় বাজেট পেশের সময় বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পাশাপাশি, ৬টি জীবনদায়ী ওষুধের ওপর ৫% শুল্ক প্রত্যাহারের কথা ঘোষণা করেন তিনি। লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর (Nirmala Sitharaman Budget 2025)।
Nirmala Sitharaman Budget 2025 কী কী রইল বাজেটে? জানুন…
শনিবার সংসদে বাজেট পেশের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন উল্লেখ করেছিলেন বাজেট (Nirmala Sitharaman Budget 2025) হবে জনমুখী সুরাহা দেবে সাধরণ মধ্যবিত্তকে। নির্মলার জনমোহিনী বাজেটে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কমিয়ে মধ্যবিত্তদের স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের কৃষি উৎপাদনে গতি আনতে ধনধান্য কৃষি যোজনায় জোর নির্মলা সীতারামনের। বাজেট প্রস্তাবে পড়ল তারই প্রতিফলন। বিমা ক্ষেত্রেও বিদেশি বিনিয়োগ বাড়ার প্রস্তাব দিলেন নির্মলা সীতারামন। বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ ৭৪ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে নির্মলার বাজেট প্রস্তাবে।

অন্যদিকে তৃতীয় মোদি সরকারের বাজেটে গ্রিনফিল্ড বিমানবন্দর গঠনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিহারেও হবে নতুন বিমানবন্দর। দেশের পূর্বাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে এই ঘোষণা। সারাদেশ জুড়ে গড়ে তোলা হবে আরও ১২০টি নতুন বিমান বন্দর (Nirmala Sitharaman Budget 2025)।
আরও পড়ুন: https://tribetv.in/nirmala-on-union-budget-2025-reduced-electronic-gadget/
Nirmala Sitharaman Budget 2025 প্রবীণ নাগরিকদের জন্য কী কী রইল বাজেটে? জানুন…
২০২৫-২০২৬ কেন্দ্রীয় বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করেছে সরকার (Nirmala Sitharaman Budget 2025)।
৬০ ঊর্ধ্বদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশান ১ লক্ষ টাকা করল কেন্দ্র। স্টার্ট আপের জন্য ১০,০০০ কোটি বরাদ্দের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সমস্ত জীবনদায়ী ওষুধে ৫% শুল্ক প্রত্যাহার। শহর পুনর্নির্মাণের জন্য বরাদ্দ ১ লক্ষ কোটি। হকারদের জন্য UPI লিঙ্ক করা ক্রেডিট কার্ডের ব্যবস্থা।

ছোট মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টারের জন্য বরাদ্দ ২০ হাজার কোটি। ২০৩০ সালের মধ্যে নিউক্লিয়ার রিয়্যাক্টারগুলি তৈরি হবে। পাটনা IIT সম্প্রসারণ হবে। বাড়ছে IIT-মেডিক্যালে আসনের সংখ্যা। বাজেটে নির্মলা জানান, ‘মহিলা কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্য’। মৎস্যজীবীদের জন্য বিশেষ ইকোনমিক জোন’। ‘কৃষিতে ধনধান্য প্রকল্পে উপকৃত হবে ১০০ জেলা’। ‘দেশে ৩টি AI এক্সেলেন্স সেন্টারের জন্য বরাদ্দ হবে ৫০০ কোটি’ (Nirmala Sitharaman Budget 2025)।