ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে (Calcutta High Court) বিচারক নিয়োগে আর বাধা থাকছে না। ২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত বছর ২০২৪ সালে হাইকোর্ট নিয়োগের উপর স্থগিতাদেশ দেয়। ফলে যাবতীয় নিয়োগ বন্ধ হয়ে যায়। সেই বিচারক নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ তুলে নিল কলকাতা হাই কোর্ট। তারা জানাল, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর পদক্ষেপ সঠিক।
নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি (Calcutta High Court)
২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে (Calcutta High Court) বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। পিএসসি ২৯ জন বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু করে। ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ। এক ওবিসি পরীক্ষার্থী অভিযোগ করে জানান, সংরক্ষণ নীতি না মেনেই ওই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গত বছর সেপ্টেম্বর মাসে ওই নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। তার পরেই বিচারক নিয়োগ বন্ধ হয়ে যায়।
পিএসসিকে ক্লিন চিট দিল হাইকোর্ট (Calcutta High Court)
২০২২ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলাকারীর বক্তব্য ছিল, সংরক্ষণের একটি নীতি সঠিক ভাবে ব্যবহার করেনি পিএসসি। কিন্তু এদিন বিচারপতি জানিয়ে দেন, মামলাকারীর বক্তব্য সারবত্তাহীন। এই মামলার জেরে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ ছিল। গত ২ বছর ধরে নিম্ন আদালতে কোনও নিয়োগ হচ্ছিল না। নতুন বিচারকরা আসতে পারছিলেন না বলে, কয়েক লক্ষ মামলা নিম্ন আদালতে (Calcutta High Court) ঝুলে ছিল। পিএসসিকে ক্লিন চিট দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীর আর্জি খারিজ করায় আর নিয়োগে কোন বাধা রইল না। মঙ্গলবার নির্দেশ দেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ।
আরও পড়ুন: Bhatar Police Station: থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতীর চেষ্টা প্রৌঢ়ের, অবশেষে মৃত্যু
নিয়োগে কোনও বাধা থাকছে না
চলতি বছর জানুয়ারি মাসে রাজ্যের নিম্ন আদালতের পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে কর্মচারীর অভাব নিয়েও রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় রায় দিয়ে বলেন, ‘‘পিএসসির নিয়োগ পদ্ধতি সঠিক থাকায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে। নিয়োগেও কোনও বাধা থাকছে না।’’ পিএসসির আইনজীবী জানান, ২০২২ থেকে যে নিয়োগ আটকে ছিল, তা এ বার শুরু করা যাবে। ফলে তরুণেরা এই পেশায় আগ্রহ দেখাবেন।