Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডে নোরা ফাতেহি (Nora Fatehi) রাতারাতি জনপ্রিয় হয়েও উঠেছিলেন। তবে তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে বহুবার। কখনও নিজের লুক নিয়ে, কখনও তাঁর নাচের প্রসঙ্গকে কেন্দ্র করে, আবার কখনও শরীরের গড়ন নিয়ে। এবার দেখা গেল অন্য চিত্র। তাঁকে মুম্বাই বিমানবন্দরে কাঁদতে দেখা গেল। আগে এমন ভাবে তাঁকে কখনও দেখা যায়নি।
কী হয়েছে অভিনেত্রীর? (Nora Fatehi)
নোরা ফাতেহি (Nora Fatehi) সোশ্যাল মাধ্যমে এক স্টোরি শেয়ার করেন। সেখানে লেখা ছিল, একটি হৃদয় বিদারক বার্তা। জানা গিয়েছে ইসলামদের মৃত্যুর খবরে এই বাক্যটি বলা হয়ে থাকে, অর্থাৎ অভিনেত্রী কাছের মানুষকে হারিয়ে এই পোস্ট করেছেন বলে অনেকের মত। এই বাক্যটির অর্থ হল, ‘সত্যি আমরা আল্লারই অংশ। সত্যিই আমরা তাঁর কাছেই ফিরে যাই।’
কাছের মানুষকে হারানো (Nora Fatehi)
অনেকের মত, হয়ত অভিনেত্রী কোনও কাছের মানুষকে হারিয়েছেন (Nora Fatehi)। তবে তিনি কাকে হারিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু তিনি জানাননি। অন্যদিকে এই মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর কয়েক ঘন্টার পরই নোরাকে দেখা যায় মুম্বাইয়ের বিমানবন্দরে। কালো পোশাক ও চোখে সানগ্লাস অবস্থায়। সম্ভবত চোখের জল লুকানোর জন্য চশমা পরেছিলেন। তাঁকে খুব বিমর্ষ দেখাচ্ছিল। ফলে তাঁর অনুরাগীরা খুবই চিন্তিত।
ভাইলাল ভিডিও
মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীকে দেখে ভক্তরা ছবি তুলতে এগিয়ে আসেন। শুধুমাত্র তাই নয়, তাঁদের মধ্যে এক ভক্ত সেলফি তোলার জন্য অভিনেত্রীর কাছাকাছি চলে আসেন। অভিনেত্রীর নিরাপত্তা রক্ষীরা তাঁকে সরিয়ে দেয়। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: Shefali Jariwala: শেফালিকে ছাড়া অসুস্থ সিম্বা, সন্তানের জন্য আশীর্বাদ চাইছেন পরাগ!
ক্ষুব্ধ অনুরাগীরা
ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ নোরার অনুরাগীরা। অনেকেই মনে করছেন, তাঁকে দেখে দুঃখী মনে হচ্ছে, সেখানে সেলফি তুলতে যাওয়া উচিত হয়নি। আবার অনেকেই বলেছেন, সেলিব্রিটি মানে সব সময় খুশি থাকতে হবে এমনটা নয়, তাঁদের অনুভবকেও গুরুত্ব দেওয়া উচিত। আবার অনেকেই নিরাপত্তা রক্ষীর এমন আচরণ করাকে ঠিক মনে হয়নি।
আরও পড়ুন: Tota Roy Chowdhury: বহুদিন পর কামব্যাক!ঋতুপর্ণা-টোটা ফিরছেন একই ছবিতে
চিন্তিত অনুরাগীরা
নোরা ফাতেহি (Nora Fatehi) একজন অভিনেত্রী ও নৃত্য শিল্পী। তাঁকে দর্শক থেকে অনুরাগীরা বেশিরভাগ সময়েই হাসিখুশি অবস্থাতেই দেখেছেন। সেখানে তাঁকে এমন ভাবে দেখে অনুরাগীরা চিন্তিত। যদিও অভিনেত্রীর মন খারাপ বা কান্নার সঠিক কারণ কারোর জানা নেই। নোরা ফতেহিকে শেষ দেখা দিয়েছিল ‘বি হ্যাপি’ এবং সিরিজ ‘দ্যা রয়্যালস’ – এ। জানা গিয়েছে, তাঁকে শীঘ্রই ‘কাঞ্চনা ৪’ ও ‘কেডি দ্যা ডেভিল’ এ অভিনয় করতে দেখা যাবে।