Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফেডেরারের রেকর্ড ভেঙে ইউএস ওপেনের শেষ আটে নোভাক জোকোভিচ। নিজের অভিজ্ঞতার উপর ভর করে স্ট্রেট সেটে ম্যাচ জিতে নিয়েছেন তিনি (Novak Djokovic)।
শেষ আটে জকোভিচ (Novak Djokovic)
চোটের আশঙ্কা থাকা সত্ত্বেও নিজের গতিতে ছুতে চলেছেন নোভাক জকোভিচ। নিজের ২৫তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে এগোচ্ছেন তিনি। ম্যাচের মাঝে দু’বার তাকে ফিজিওর সাহায্য নিতে দেখা গেলেও তাকে আটকানো যায় নি। স্ট্রেট সেটে ম্যাচ জিতে নিয়েছেন প্রতিপক্ষের বিরুদ্ধে। ম্যাচ জিতে রজার ফেডেরারের রেকর্ড ভেঙেছেন, পাশাপাশি নিজের রেকর্ডও ভেঙেছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)।
শেষ ষোলোয় জকোভিচকে মুখোমুখি হতে হয়েছিল জার্মানির জান-লেনার্ড স্ট্রুফের। জার্মানির এই প্লেয়ারের বিরুদ্ধে সমস্যায় পড়েননি ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক। স্ট্রেট সেটে (৬-৩, ৬-৩, ৬-২) ম্যাচ জিতে নেন তিনি। সেদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে দেখা যায় জকোভিচকে। তার অভিজ্ঞতার সামনেই কার্যত হার মানতে দেখা যায় স্ট্রুফকে। ম্যাচে আট বারের মধ্যে ছ’বার স্ট্রুফের সার্ভিস ভাঙতে দেখা যায় জকোভিচকে। কিন্তু স্ট্রুফও মাত্র একবার জোকোভিচের সার্ভিস ভাঙেন। ম্যাচে সেইভাবে কোনও সমস্যায় পড়তে হয়নি সার্বিয়ার তারকাকে (Novak Djokovic)।

আরও পড়ুন: Asif Ali: এশিয়া কাপে দলে জায়গা হয় নি, অবসর ঘোষণা পাকিস্তানের ক্রিকেটারের
এই ম্যাচে তার নিখুঁত সার্ভিসই অনেকটা এগিয়ে দেয় তাকে। তবে কোয়ার্টার ফাইনালে তাকে মুখোমুখি হতে হবে চতুর্থ বাছাই টেলর ফ্রিৎজের। সেই লড়াই হতে চলেছে বেশ কঠিন। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ফ্রিৎজ়ের কাছে হেরেই বিদায় নিয়েছিলেন ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক।
কোয়ার্টার ফাইনালে উঠে নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন জকোভিচ। টেনিসের ওপেন এরা-তে বয়সের (৩৮ বছর ১০২ দিন) নিরিখে এক বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড করলেন তিনি। নিজের রেকর্ড ভাঙার পাশাপাশি তিনি ভেঙেছেন ফেডেরারের রেকর্ড। এক বছরে সবচেয়ে বেশি বার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড এখন ‘জোকারের’ দখলে। ন’বার এই কীর্তি রয়েছে তার নাম (Novak Djokovic)। ফেডেরার রেকর্ড রয়েছে আট বারের। তার সাথে চতুর্থ রাউন্ডের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ় ও এরিনা সাবালেঙ্কা।