ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কিশোরীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় (Baruipur Assault Case) ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। মাঝেমধ্যেই দেওয়া হত কুপ্রস্তাব। সাড়া না দেওয়ায় কিশোরীকে ভয় দেখানোও হত। কিশোরীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ওই যুবক। জানা যাচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীকে উত্যক্ত করত (Baruipur Assault Case)
কিশোরী নবম শ্রেণির ছাত্রী। ওই এলাকারই প্রতিবেশীর আত্মীয় রেজাউল শেখ। সেই সূত্রে কিশোরীর পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিল তার। রেজাউল শেখ বিভিন্ন সময় ওই কিশোরীকে উত্যক্ত করত বলে অভিযোগ (Baruipur Assault Case)। বিভিন্ন সময় উত্যক্ত করার ঘটনাও ক্রমে বাড়ছিল বলে অভিযোগ। কোনও প্রস্তাবেই সাড়া দেয়নি ওই কিশোরী।
আরও পড়ুন: Bomb In Sweet Box: মিষ্টির বাক্স খুলতেই তৃণমূল নেতার ‘দুয়ারে বোমা’!
বাড়িতে ঢুকে ওই কিশোরীর নগ্ন ছবি (Baruipur Assault Case)
দিন কয়েক আগে দুপুরে বাড়িতে থাকাকালীন স্নানে গিয়েছিল ওই কিশোরী। সেসময় তার বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে বাড়িতে ঢুকে ওই কিশোরীর নগ্ন ছবি তোলা হয়। পরিবারের লোকজন জানতে পেরে থানায় যাওয়ায় কথা বলেন। সেসময় তাঁদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে দেওয়া হয়। ওই ছবি আশপাশের লোকজনও দেখে ফেলে। শেষপর্যন্ত ওই পরিবার মঙ্গলবার রাতে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ রেজাউল শেখকে গ্রেপ্তার করেছে।