ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রিয়তমার জন্মদিন বলে কথা। জন্মদিনের মুহূর্ত বিশেষ করে তুললেন যশ (Yash) আদরে ভালবাসায় ভরিয়ে দিলেন নুসরতকে। সেই ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ল নুসরাতের (Nusrat Jahan) মুখে। অনুরাগীদের সঙ্গে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন যশ।
লিখলেন মনের কথা (Nusrat Jahan)
ভিডিওটির ক্যাপশনে যশ লিখেছেন, তাঁর মনের কথা। সুবিশাল জলরাশির সামনে বুঝিয়ে দিলেন তাঁর আর নুসরতের (Nusrat Jahan) সম্পর্ক ঠিক কতটা গভীর। ৮ জানুয়ারি অভিনেত্রী নুসরতের জন্মদিন। সেই উপলক্ষে এই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। যশ সেই আদুরে ভিডিওর ক্যাপশনে কি লিখেছেন জানেন? জানলে নুসরত অনুরাগীদের মন ভালো হয়ে যাবে।
প্রকৃতির মায়াবী পরিবেশে ভিডিও শ্যুট (Nusrat Jahan)
ভিডিওটি এমন সময় শুট করা হয়েছে, যখন সূর্য ডোবার পালা। ডুবন্ত সূর্যের রঙিন আলোর ছটা ছড়িয়ে পড়েছে সুবিশাল জলরাশির উপর। প্রকৃতির এই মায়াবী পরিবেশে, নুসরতকে (Nusrat Jahan) ভালোবাসায় ভরিয়ে দিলেন যশ। ভিডিওটি পোস্ট করে লিখলেন, “আমাদের আরো হাসি অ্যাডভেঞ্চার আর ছোটখাটো ঝগড়ার জন্য! পরমেশ্বর যেন তোমাকে সেই সমস্ত আনন্দ দেন, যা তুমি চাও । কারণ তুমি সেটাই ডিজার্ভ করো। তুমি একজন বলিষ্ঠ নারী এবং সুন্দর হোমমেকারের ভারসাম্য বজায় রাখতে পারো। এ জীবনে আমি তোমায় পেয়ে ধন্য। স্মরণীয় স্মৃতির একটা বছরের জন্য চিয়ার্স। জন্মদিন খুব ভালো কাটুক”।
আরও পড়ুন: Projapoti 2: বাবা-ছেলের রসায়নে মিঠুন-দেব, ২০২৫ এর বড়দিনেই উড়বে ‘প্রজাপতি ২’
বিতর্ক অতীত, নুসরত যশের সুখের সংসার
একটা সময় এই জুটি ছিল টলিউডের চর্চিত জুটি। এনাদের নিয়ে নেটিজেনরা কম কটাক্ষ করেনি। নিখিল জৈনের সঙ্গে নুসরতের বিচ্ছেদের সময় থেকেই গুঞ্জন শোনা গিয়েছিল, নুসরত আর যশের মধ্যে সম্পর্ক রয়েছে। তারপর শোনা যায়, নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ধীরে ধীরে জোরদার হয় যশ নুসরতের প্রেমের জল্পনা। সমাজের একদল মানুষ, রীতিমত আঙুল তুলে প্রশ্ন করেছিল, নুসরতের সন্তানের বাবা কে? পরে ছেলে ইশানের বাবা হিসেবে নুসরত নথিভুক্ত করেছিলেন যশের নাম।
একসঙ্গে ঘুরতে যান দু’জনে
প্রকৃত বাবা হিসেবে, ছেলেকে আগলে রেখেছেন যশ। এও শোনা গিয়েছিল, এই জুটি বিয়ে করেছেন ২০২০ সালে। এখন ছেলে ইশানকে নিয়ে যশ এবং নুসরতের সুখের সংসার। কাজের ফাঁকে সময় পেলেই তাঁরা একসঙ্গে ঘুরতে যান। এছাড়াও তাঁরা একত্রে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন। তার কাজও চলছে। আগামী ছবি আসছে ‘আড়ি’। মুক্তি পাবে নতুন বছরের পয়লা বৈশাখে। আর তার আগেই জন্মদিনটা চুটিয়ে উপভোগ করলেন অভিনেত্রী। একান্তে সময় কাটালেন যশের সঙ্গে।
আরও পড়ুন: Ram Charan Fan Dead: অল্লুর পর রামচরণ! গেম চেঞ্জারের প্রচারে এসে বিপত্তি!
অনুরাগীদের শুভেচ্ছা
ভিডিওটিতে বহু অনুরাগী নুসরতকে শুভেচ্ছা জানিয়েছেন। তাছাড়া এই তারকা জুটির ভালোবাসা কারোর অজানা নয়। এই জুটি ভালোবাসার জন্য সমাজের চোখ রাঙানি কিংবা কটু কথার তোয়াক্কাই করেনি। বরং নিজেদের মধ্যে গড়ে তুলেছেন প্রেমের শক্ত দেওয়াল। আর সেই দেওয়ালেই প্রেমের চূড়ান্ত রং দিলেন অভিনেতা যশ। তার প্রমাণ এই ভিডিওটি। প্রিয়তমার জন্মদিনকে তিনি আরও স্পেশাল করে তুললেন।