ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছবিটি গত নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার প্রচেষ্টার পরে তোলা (Obama Portrait replaced)। যখন মার্কিন রাষ্ট্রপতি ‘লড়াই করো, লড়াই করো, লড়াই করো’ স্লোগান তুলেছিলেন সেই সময়ে ছবিটি তোলা হয়।
‘ফাইট, ফাইট, ফাইট’ স্লোগানের ছবিতে নতুন বার্তা ট্রাম্পের (Obama Portrait replaced)
শুক্রবার হোয়াইট হাউস একটি নতুন প্রতিকৃতি ঝুলিয়ে চমক দিল (Obama Portrait replaced)। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার ছবির জায়গায় এবার দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি। ছবিতে গত নির্বাচনের আগে তাঁর কানে আততায়ীর গুলির পরের মুহূর্ত দেখা যাচ্ছে। হোয়াইট হাউস একটি ছোট ভিডিও ক্লিপও প্রকাশ করে, যেখানে ছবিটি দেয়ালে টাঙানো অবস্থায় দেখা যায়।
হোয়াইট হাউস তাদের সরকারি এক্স (X) অ্যাকাউন্টে ক্যাপশন লেখে, “হোয়াইট হাউসে কিছু নতুন শিল্পকর্ম।” ছবিটি সেই মুহূর্তের, যখন গত গ্রীষ্মে পেনসিলভানিয়ার বাটলার শহরের একটি জনসভায় গুলিবিদ্ধ হয়ে ট্রাম্প চিৎকার করেন “ফাইট, ফাইট, ফাইট!”
ওবামার প্রতিকৃতি সরানো হয়েছে, জায়গা বদল করেছে বুশের ছবিও (Obama Portrait replaced)
২০২২ সালে উন্মোচিত ওবামার প্রতিকৃতি আগে হোয়াইট হাউসের স্টেট ফ্লোরে (Obama Portrait replaced), প্রেসিডেন্সিয়াল রেসিডেন্সে যাওয়ার সিঁড়ির কাছে রাখা ছিল। এখন সেটিকে একই ফোয়ার-এর ভিতরেই বিপরীত দেয়ালে সরিয়ে দেওয়া হয়েছে, যেখানে আগে জর্জ ডব্লিউ বুশের প্রতিকৃতি ছিল। হোয়াইট হাউস জানিয়েছে, বুশের প্রতিকৃতিকে এখন তার বাবা, প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ছবির পাশে রাখা হবে। সেই প্রতিকৃতি রেসিডেন্সে ওঠার সিঁড়িতে রয়েছে।
আরও পড়ুন: Bill Recognise Hinduphobia: আমেরিকায় স্বীকৃতির পথে ‘হিন্দুফোবিয়া’! প্রথমবার আনুষ্ঠানিক বিল পেশ
প্রথাগতভাবে হোয়াইট হাউসের ফোয়ার-এ সর্বশেষ দুইজন প্রেসিডেন্টের প্রতিকৃতি রাখা হয়।
গোলাগুলির ঘটনার পর প্রতিকৃতি, ট্রাম্পের প্রচারের নতুন চিহ্ন
হোয়াইট হাউস যে নতুন ট্রাম্পের প্রতিকৃতি প্রকাশ করেছে, সেটি ২০২৪ সালের জুলাই মাসে একটি নির্বাচনী সভার সময়কার মুহূর্ত। সেই সময় আততায়ীর গুলিতে ট্রাম্প কানে আঘাত পান এবং রক্তাক্ত অবস্থায় মুষ্ঠি তুলে চিৎকার করেন— “ফাইট, ফাইট, ফাইট!” এই দৃশ্য তার পুনঃনির্বাচনের প্রচারে বড় ভূমিকা রাখে এবং একপ্রকার ‘যুদ্ধের আহ্বান’ হয়ে দাঁড়ায়।
ছবিটি কোনরকম পূর্ব ঘোষণা ছাড়াই হোয়াইট হাউসে টাঙানো হয়েছে, যা খুব একটা সাধারণ ঘটনা নয়। তবে ট্রাম্পের বিষয়টি অনন্য, কারণ তিনি একাধারে বর্তমান ও প্রাক্তন প্রেসিডেন্ট। আমেরিকান ইতিহাসে এরকম অবস্থার মুখোমুখি হওয়া শেষবার হয়েছিল ১৮৮০-৯০ সালের মধ্যে, যখন গ্রোভার ক্লিভল্যান্ড দুইবার প্রেসিডেন্ট হন, তবে টানা নয়।
ওবামা এবং অন্যান্যদের সঙ্গে পুরনো রীতি থাকলেও ট্রাম্প ভাঙেন সেই ধারা
২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন বারাক ওবামা ও মিশেল ওবামাকে, ওবামার প্রতিকৃতি উন্মোচনের অনুষ্ঠানের জন্য।
আরও পড়ুন: Pakistan Earthquake : আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, জম্মু ও কাশ্মীর! রিখটার স্কেলে মাত্রা ৫.৩
এই রীতি বহুদিন ধরেই চলে আসছে, যেখানে বর্তমান প্রেসিডেন্ট দলমত নির্বিশেষে তার পূর্বসূরিকে সম্মান জানান। যেমন, ডেমোক্র্যাট বিল ক্লিনটন করেছিলেন রিপাবলিকান জর্জ এইচ ডব্লিউ বুশের জন্য, আবার জর্জ ডব্লিউ বুশ করেছিলেন ক্লিনটনের জন্য। ২০১২ সালে ওবামা হোয়াইট হাউসে জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশকে আমন্ত্রণ জানিয়েছিলেন বুশের সরকারি প্রতিকৃতি উন্মোচনের জন্য।
তবে ট্রাম্প ২০১৬-২০২০ তার প্রথম মেয়াদে ওবামাকে আমন্ত্রণ জানাননি, যা নিয়ে তীব্র সমালোচনাও হয়েছিল। কেন তা করেননি, সেই বিষয়ে কখনও পরিষ্কার করে কিছু বলা হয়নি। এই নতুন প্রতিকৃতির মাধ্যমে হোয়াইট হাউসের দেয়ালে যেমন ইতিহাস লেখা হচ্ছে, তেমনি রাজনীতির গভীর বার্তাও উঠে আসছে।