ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তৈলাক্ত চুলে (Oily Hair) কেমন যেন একটা জড়তা চলে আসে! সাজগোজ যত নিখুঁতই হোক না কেন, যদি চুল চিটচিটে ও চেপ্টে বসে থাকে, পুরো লুকটাই ম্লান হয়ে যায়। রুক্ষ চুল যেমন প্রাণহীন লাগে, তেমন অতিরিক্ত তেলযুক্ত চুলও একেবারেই নজর কাড়ে না। বিশেষ করে চুল যখন একটানা ধুতে না পারার কারণে ভারী আর চিটচিটে হয়ে পড়ে, তখন তা খোলা রাখাই হোক বা বাঁধা দুই ক্ষেত্রেই কষ্টকর হয়ে দাঁড়ায়।
৫ মিনিটের কিছু ঘরোয়া টিপস (Oily Hair)
ব্যস্ত রুটিনে তো আর প্রতিদিন চুল ধুয়ে ফেলা সম্ভব (Oily Hair) হয় না। হঠাৎ করেই যদি কোনও অফিস মিটিং, বন্ধুর জন্মদিন, ডিনার পার্টি বা সিনেমা যাওয়ার পরিকল্পনা হয়ে যায়, তখন দ্রুত চুলের তেল ভাব কমানোটা জরুরি হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাত্র ৫ মিনিটের কিছু ঘরোয়া টিপস কাজে লাগিয়ে আপনি ফিরে পেতে পারেন সতেজ আর প্রাণবন্ত চুল।
ঘরে থাকা সাধারণ পাউডার (Oily Hair)
প্রথমেই বলি, ঘরে থাকা সাধারণ পাউডারই হয়ে উঠতে পারে আপনার (Oily Hair) ত্রাতা। অল্প একটু পাউডার হাতে নিয়ে চুলের গোড়ায় আঙুল দিয়ে ঘষে লাগান। এটি মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেয়। পাউডার লাগানোর পর একটি চিরুনি বা হেয়ার ব্রাশ দিয়ে সারা মাথা ভালোভাবে আঁচড়ে নিন, যাতে অতিরিক্ত পাউডার ঝরে পড়ে যায়। এতে চুল অনেকটা হালকা ও সেজে ওঠার উপযোগী হয়ে উঠবে।
ব্লো ড্রায়ার (Oily Hair)
চুলে দ্রুত প্রাণ ফেরাতে চাইলে ব্লো ড্রায়ারও হতে (Oily Hair) পারে কার্যকরী। বিশেষত তৈলাক্ত চুলে এটি বেশ কাজে আসে। ব্লো ড্রায়ার থেকে বের হওয়া গরম হাওয়ায় চুলের অতিরিক্ত তেল কিছুটা উবে যায় এবং চুল ফুলে ওঠে। শুধু খেয়াল রাখতে হবে, খুব বেশি তাপ যেন চুলে না পড়ে, নচেৎ চুল রুক্ষ হয়ে যেতে পারে।

ড্রাই শ্যাম্পু
ড্রাই শ্যাম্পুও তৈলাক্ত চুলের জন্য এক দারুণ সমাধান। এটি এখন স্প্রে আকারেও বাজারে সহজলভ্য। চুলের গোড়ায় স্প্রে করে হাত দিয়ে হালকা ম্যাসাজ করে ভালোভাবে মিশিয়ে নিন, এরপর চুল আঁচড়ে ফেললেই আপনি পেয়ে যাবেন পরিষ্কার, প্রাণবন্ত চুলের অনুভব।
বেকিং সোডা
অনেকে বলেন, বেকিং সোডাও মাথার তেল শুষে নিতে পারে। একবার-দুবার প্রয়োগে হয়তো উপকার মিললেও, এটি নিয়মিত ব্যবহার করা উচিত নয়। অতিরিক্ত ব্যবহারে চুলের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যেতে পারে।
আরও পড়ুন: Vastu Tips: ঘরোয়া ছোট ছোট ঘটনাই সংকটের ইঙ্গিত? জেনে নিন বাস্তুশাস্ত্র কী বলছে!
সব মিলিয়ে বলা যায়, তৈলাক্ত চুল নিয়ে চিন্তার কিছু নেই। একটু বুদ্ধি খাটিয়ে আর ঘরোয়া কিছু টিপস মেনে চললেই আপনি হয়ে উঠতে পারেন ঝকঝকে লুকের মালিক, সেটাও মাত্র কয়েক মিনিটেই!