ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার ভারতের বাজারে(Ola Electric Scooter) তার নয়া অবতারে তিন তিনটি বৈদ্যুতিন স্কুটার লঞ্চ করেছে ওলা ইলেকট্রিক মোবিলিটি সংস্থা। শুক্রবার এই নিয়ে একটি ইভেন্ট আয়োজিত হয় যেখানে ওলা নয়া অবতারে বাজারে আনে Ola S1 Pro, Ola S1 Pro Plus, Ola S1X এবং Ola S1X Plus। এই স্কুটার গুলিতে একবার চার্জ দিলেই সর্বাধিক ৩২০ কিলোমিটার পর্যন্ত চলার ক্ষমতা রয়েছে। ই সংস্থা তাদের তিনটি বৈদ্যুতিন স্কুটারের মডেলে নতুন অপারেটিং সিস্টেম মুভওএস ৫ ইনস্টল করেছে যার কারণে এই ইভিগুলির পরিসর বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।
স্কুটারগুলিতে নতুন বৈশিষ্ট্য (Ola Electric Scooter)
Ola এর জেনারেশন ৩ সিরিজের এই স্কুটারগুলিতে আগের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে(Ola Electric Scooter)। এই নতুন স্কুটারগুলিতে যে বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে সেগুলি হল-
মিড ড্রাইভ মোটর– আগের হাব মোটরের পরিবর্তে এখন আনা হয়েছে মিড ড্রাইভ মোটর।
ইন্টিগ্রেটেড মোটর কন্ট্রোল ইউনিট (IMCU)– আরো উন্নত পারফরমেন্সের জন্য এই মোটর কন্ট্রোল ইউনিট বিশেষ ভূমিকা রাখবে।
অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS)– নিরাপত্তার জন্য এই বিশেষ ব্রেকিং ফিচারটি যুক্ত করা হয়েছে।
ব্যাটারি– ২ কিলোওয়াট থেকে ৫.৩ কিলোওয়াট পর্যন্ত বিকল্প ব্যাটারির সুবিধা মিলবে।
ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় পরিবর্তন (Ola Electric Scooter)
ওলার এই নতুন স্কুটার সিরিজ ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় পরিবর্তন আনতে চলেছে(Ola Electric Scooter)। কম দাম, উন্নত প্রযুক্তি এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের কারণে এই স্কুটারগুলো বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেতে পারে। মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ, কারণ তারা তুলনামূলক কম খরচে উচ্চমানের ইলেকট্রিক স্কুটার কিনতে পারবে। বিদ্যুৎ চালিত যানবাহন কার্বন নিঃসরণ কমায়, যা বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।
আরও পড়ুন:Google Chrome: হ্যাক হতে পারে Google Chrome, জানুন কীভাবে থাকবেন সতর্ক
সাশ্রয়ী মূল্যের জন্যও আকর্ষণীয়
এই নতুন সিরিজের স্কুটারগুলো নির্ভরযোগ্য, দ্রুতগতির এবং আধুনিক প্রযুক্তিতে সজ্জিত, যা শহুরে যাতায়াতকে আরো আরামদায়ক এবং সুবিধাজনক হবে(Ola Electric Scooter)। ওলার নতুন স্কুটার সিরিজ শুধুমাত্র উন্নত প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারির জন্য নয়, বরং এর সাশ্রয়ী মূল্যের জন্যও আকর্ষণীয় হতে চলেছে। কোম্পানির দাবি, এই স্কুটারগুলো দীর্ঘস্থায়ী হবে এবং পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি রক্ষণাবেক্ষণের খরচও অনেক কম।
Ola S1 Pro
ব্যাটারি– ৩ এবং ৪ কিলোওয়াটের ব্যাটারি থাকবে।
দাম– ৩ কিলোওয়াট স্কুটারের দাম ১,১৪,৯৯৯ টাকা ও ৪ কিলোওয়াট স্কুটারের দাম ১,৩৪,৯৯৯ টাকা।
গতি– সর্বোচ্চ ১২৫ কিমি/ঘণ্টা গতিবেগ থাকবে।
মাইলেজ– এই স্কুটার এক চার্জে ২৪২ কিমি চালানো যাবে।
এক্সিলারেশন– এই স্কুটারে ০-৪০ কিমি/ঘণ্টা তুলতে সময় লাগে মাত্র ২.৭ সেকেন্ড।

Ola S1 Pro Plus
ব্যাটারি– ৪ এবং ৫.৩ কিলোওয়াটের ব্যাটারি থাকবে।
দাম– ৩ কিলোওয়াট স্কুটারের দাম ১,৫৪,৯৯৯ টাকা এবং ৫.৩ কিলোওয়াট স্কুটারের দাম ১,৬৯,৯৯৯ টাকা।
গতি– সর্বোচ্চ ১৪১ কিমি/ঘণ্টা গতিবেগ থাকবে।
মাইলেজ– এই স্কুটার এক চার্জে ৩২০ কিমি চালানো যাবে।
এক্সিলারেশন– এই স্কুটারে ০-৪০ কিমি/ঘণ্টা তুলতে সময় লাগে মাত্র ২.১ সেকেন্ড।

আরও পড়ুন:WhatsApp Chat Lock: হোয়াট্সঅ্যাপের চ্যাট গোপনীয়তা বজায় রাখতে শিখে রাখুন চ্যাট লক
Ola S1X
ব্যাটারি– ২, ৩ এবং ৪ কিলোওয়াটের ব্যাটারি থাকবে।
দাম– ২ কিলোওয়াট স্কুটারের দাম ৭৯,৯৯৯ টাকা, ৩ কিলোওয়াট স্কুটারের দাম ৮৯,৯৯৯ টাকা এবং ৪ কিলোওয়াট স্কুটারের দাম ৯৯,৯৯৯ টাকা
গতি– সর্বোচ্চ ১২৩ কিমি/ঘণ্টা গতিবেগ থাকবে।
মাইলেজ– এই স্কুটার এক চার্জে ২৪২ কিমি চালানো যাবে।

Ola S1X Plus
ব্যাটারি– ৪ কিলোওয়াটের ব্যাটারি থাকবে।
দাম– এই স্কুটারের দাম ১,০৭,৯৯৯ টাকা।
গতি– সর্বোচ্চ ১২৫ কিমি/ঘণ্টা গতিবেগ থাকবে।
মাইলেজ– এই স্কুটার এক চার্জে ২৪২ কিমি চালানো যাবে।

জেনারেশন থ্রি বৈদ্যুতিন স্কুটার
ওলার জেনারেশন থ্রি বৈদ্যুতিন স্কুটার লঞ্চ হয়েছে বাজারে, আর এই লঞ্চ অনুষ্ঠানে সংস্থার সিইও ভবীশ আগরওয়াল জানিয়েছিলেন যে এই স্কুটারগুলি আগের প্রজন্মের মডেলগুলির থেকে কম দামে বাজারে বিক্রি করা হবে। জেনারেশন ২-এর ওলা এস ওয়ান স্কুটারের ২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ভ্যারিয়ান্টের দাম যেখানে ৬৯,৯৯৯ টাকা, সেখানে ৪ কিলোওয়াট আওয়ারেরর জন্য স্কুটারের দাম রয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৯৯ টাকা।