Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জামাকাপড় আমাদের দৈনন্দিন (Old Clothes Hack) জীবনের অবিচ্ছেদ্য অংশ। সময়ের সঙ্গে পুরনো হয়ে যাওয়া জামাকাপড় আমরা অনেকেই ফেলে দিই বা কাউকে দিয়ে দিই। তবে জানেন কি, বাস্তু শাস্ত্র অনুযায়ী এই কাজগুলি যদি ঠিক নিয়মে না করা হয়, তাহলে তা অমঙ্গল ডেকে আনতে পারে? হ্যাঁ, পুরনো জামাকাপড়েরও রয়েছে কিছু নির্দিষ্ট বিধি। আর সেগুলি মানলেই তবেই মিলবে শুভফল, নইলে বিপদের আশঙ্কা থেকেই যায়।
নিয়ম মেনে না করলে তা হতে পারে অলক্ষ্মীর কারণ (Old Clothes Hack)
আমরা সাধারণত পুরনো জামাকাপড় ছিঁড়ে গেলে সেটিকে ঘর মোছার (Old Clothes Hack) কাপড় বানিয়ে ফেলি বা জঞ্জালে ফেলে দিই। কেউ কেউ আবার ত্রাণে বা দরিদ্র মানুষকে পুরনো জামাকাপড় দান করে দেন। যদিও এ এক মানবিক উদ্যোগ, তবু বাস্তু মতে এই সব কাজ নির্দিষ্ট কিছু নিয়ম মেনে না করলে তা হতে পারে অলক্ষ্মীর কারণ।
নুনজলে কাচা অত্যন্ত জরুরি (Old Clothes Hack)
বাস্তু শাস্ত্র বলছে, যেকোনও পুরনো জামাকাপড় ফেলে দেওয়ার আগে তা (Old Clothes Hack) ভালোভাবে পরিষ্কার করতে হবে। বিশেষ করে ছেঁড়া কাপড় যদি দান করতে চান, তা হলে সেটিকে আগে নুনজলে কাচা অত্যন্ত জরুরি। কারণ, পরিধেয় বস্ত্রের সঙ্গে ব্যক্তিগত শক্তি বা ‘শক্তিচক্র’ জড়িয়ে থাকে। তাই এমন জামাকাপড় কারও কাছে হস্তান্তর করলে তার প্রভাব আপনার জীবনেও পড়তে পারে।
প্রতীকী মূল্যে কাপড় দান
আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল, দান করা কাপড় কখনোই একেবারে বিনামূল্যে দেওয়া উচিত নয়। অন্তত ১ টাকা হলেও, প্রতীকী মূল্যে তা গ্রহণ করানো প্রয়োজন। এই ছোট্ট মূল্যটিই আপনার জীবনে সম্ভাব্য ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারে। এটি শুধুই কোনও অর্থনৈতিক লেনদেন নয়, বরং এক ধরণের শক্তি বিনিময়।
পোশাক জলে ভাসিয়ে দিন
আপনি যদি দান করতে না চান এবং জামাকাপড় বাতিল করতেই চান, তাহলেও জঞ্জালে ফেলে দেওয়া একেবারেই অনুচিত। বাস্তু মতে, পোশাক জলের মধ্যে ভাসিয়ে দেওয়া যেতে পারে। এতে পোশাকের সঙ্গে জড়িত নেতিবাচক শক্তি বা স্মৃতি ধীরে ধীরে বিলীন হয় এবং কোনও রকম অশুভ প্রভাব পড়ে না।
আরও পড়ুন: Salman Khan: সলমানের দুঃসাহস, উড়িয়ে দিলেন প্রাণনাশের হুমকি!
সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুরনো জামাকাপড় ঘর মোছার কাপড় বা ন্যাতার কাজে ব্যবহার করা থেকে বিরত থাকাই শ্রেয়। বাস্তু শাস্ত্র বলছে, এতে ঘরে অশান্তি, অর্থনৈতিক ক্ষতি বা স্বাস্থ্য সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে।