ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শবে বরাতের দিন শ্রীনগরের জামিয়া মসজিদ বন্ধ থাকার ইঙ্গিত দিয়ে ওমর আবদুল্লাহ বলেন কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি ‘স্বাভাবিক’ থেকে অনেক দূরে ছিল (Omar Abdullah)।
সরকারের দাবি নস্যাৎ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী (Omar Abdullah)
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdullah) বলেছেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর কেন্দ্র সরকার যে “স্বাভাবিক পরিস্থিতি”র কথা বলছে, তা আসলে জোর করে সৃষ্টি করা হয়েছে। দিল্লির একটি মিডিয়া ইভেন্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। তিনি উদাহরণ হিসেবে শব-ই-বরাতের দিন শ্রীনগরের জামিয়া মসজিদ বন্ধ রাখার ঘটনাকে তুলে ধরেন।
“ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ দীর্ঘদিন সম্ভব নয়” (Omar Abdullah)
ওমর আবদুল্লাহ (Omar Abdullah) বলেন, “যদি আজকের পরিস্থিতি স্বাভাবিকভাবে গড়ে ওঠে, তাহলে তা ভালো। কিন্তু যদি তা ভয় ও দমননীতির কারণে হয়, তাহলে এটি বড় সমস্যা। কারণ ভয় দেখিয়ে দীর্ঘদিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না। যদি এটি স্বাভাবিক হতো, তাহলে তা স্থায়ী হতো। কিন্তু আমি বলব, নিরাপত্তা বাহিনী এবং সাধারণ মানুষ, কেউই এটিকে স্বাভাবিক বলে মনে করছে না।”
২০১০ ও বর্তমান সময়ের তুলনা
কাশ্মীরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ২০১০ সালের তুলনায় কতটা ভিন্ন, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ২০১০ সালে বিক্ষোভের সময় ২০০-র বেশি যুবক নিহত হয়েছিল। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার দাবি করেছে, ২০১৯ সালের আগস্টে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যকলাপ অনেক কমে গেছে।
আরও পড়ুন: Agra: স্ত্রীর বিরুদ্ধে হেনস্তা ও বিবাহবর্হিভূত সম্পর্কের অভিযোগ তুলে আগ্রায় আত্মঘাতী যুবক
জামিয়া মসজিদে নামাজ পড়ার অনুমতি না দেওয়ার প্রসঙ্গ
ওমর আবদুল্লাহ আরও বলেন, “কেন্দ্র সরকার যদি সত্যিই মনে করত যে কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক, তাহলে হুরিয়ত চেয়ারম্যান মীরওয়াইজ উমর ফারুককে তার শ্বশুরের জানাজার নামাজ জামিয়া মসজিদে পড়তে দেওয়া হতো।” তিনি মনে করিয়ে দেন, “এই ধরনের নিষেধাজ্ঞাই প্রমাণ করে যে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়।”