ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমানে কুম্ভ রাশিতে অস্তাচলে রয়েছে বুধ(Mercury Rise)। আগামী ২৫ ফেব্রুয়ারি সন্ধে ৬টা ১৫ মিনিটে বুধ কুম্ভ রাশিতে উদয় হবে। যখন কোনও গ্রহ উদয় হয়, তখন তার প্রভাব ও ক্ষমতা বৃদ্ধি পায়। উল্লেখযোগ্য বিষয় হল, বুধের উদয়ের পরের দিনই, অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি। বৈদিক জ্যোতিষ অনুসারে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধকে বলা হয় যুবরাজ গ্রহ। বুধের শুভ প্রভাবে জাতক বিদ্যা, বুদ্ধি লাভ করেন এবং তাঁর পরিশ্রম করার ক্ষমতা বাড়ে। জেনে নিন মহাশিবরাত্রির আগের দিন বুধের উদয়ের প্রভাবে সৌভাগ্য লাভ করবেন কোন কোন রাশির জাতকরা।
কন্যা রাশি (Mercury Rise)
যুবরাজ গ্রহের ঘুম ভাঙলে(Mercury Rise) এনার্জি ও আত্মবিশ্বাসে টগবগ করে ফুটবেন কন্যা রাশির জাতকরা। তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। শরীরের অবহেলা করলে অসুস্থ হয়ে পড়তে পারেন। নিজের সব সমস্যা মিটিয়ে আপনি লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল ভালো হবে। সরকারি চাকরি পেতে পারেন। আইনি ঝামেলা থেকেও মুক্তি পেতে পারেন।

বৃষ রাশি (Mercury Rise)
যাঁরা মানসিক সমস্যা আছেন বা সাংসারিক অশান্তিতে জেরবার, বুধ উদয়ের সঙ্গে সঙ্গে তাঁরা অনেকটাই শান্তি পাবেন(Mercury Rise)। মহাশিবরাত্রি থেকেই বৃষ রাশির জাতকদের জীবনে ভালো সময় আসছে। এই সময় মানসিক ভাবেও অনেকটা চাপমুক্ত হয়ে থাকতে পারবেন আপনি। ছাত্রছাত্রী ও প্রেমিক প্রেমিকাদের জন্য এটা ভালো সময়। নিজের মনের কথা স্পষ্ট ভাবে প্রকাশ করতে পারবেন।

আরও পড়ুন: 22 February Horoscope: ধনু রাশিতে চাঁদের প্রবেশ, সফলতার স্বাদ পাবেন আজ!
কুম্ভ রাশি
২৫ ফেব্রুয়ারির পর দুর্দান্ত কোনও সুখবর পেতে চলেছেন কুম্ভ রাশির জাতকরা(Mercury Rise)। বিশেষ করে পড়াশোনায় এই সময় বড় সাফল্য পেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক মধুর হবে। সন্তানের সঙ্গেও কোয়ালিটি টাইম কাটাতে পারবেন আপনি। ব্যবসায়ী, ব্যাংকার ও ডেটা সায়েন্টিস্টরা কেরিয়ারে বড় উন্নতি করতে পারবেন। জীবনে অনিশ্চয়তা আসলেও বুধের কৃপায় তা কেটে যাবে।

সিংহ রাশি
কুম্ভ রাশিতে বুধের উদয় লাভজনক হতে চলেছে সিংহ রাশির জাতকদের জন্য। এই সময় আপনার আর্থিক পরিস্থিতি অনেকটাই মজবুত হবে। আগের করা বিনিয়োগ থেকে ভালো লাভ করতে পারবেন। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি কেটে যাবে। এই সময় সাংসারিক সমস্যার সমাধান করতে পারবেন সিংহ রাশির জাতকরা।

আরও পড়ুন: Mars Bad Effect: মিথুন রাশিতে মঙ্গল ফিরবে সোজা পথে, সাবধানে থাকুন এই ৫ রাশির জাতক
মিথুন রাশি
বুধের উদয়ের প্রভাবে সুখবর পেতে চলেছেন মিথুন রাশির জাতকরা। এই সময় কোথাও বেড়াতে যেতে পারেন। কর্মসূত্রে বাইরে যেতে হলেও তা আপনার জন্য লাভজনক হবে। বাবার সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে। রাজনীতিবিদরা বিতর্কের হাত থেকে মুক্তি পাবেন। নতুন এনার্জি নিয়ে সব কাজ সম্পন্ন করতে পারবেন।
