ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিনভর ব্যস্ত অফিস, আর সন্ধ্যায় হঠাৎ বন্ধুদের আড্ডা বা ছোটখাটো পার্টি—সময় কোথায় আলাদা করে সাজগোজের? কিন্তু একটু প্ল্যানিং করলেই একটাই পোশাকে মিলতে পারে একেবারে দুই রকম লুক—একদিকে প্রফেশনাল, অন্যদিকে ট্রেন্ডি!
বর্তমান সময়ের ফ্যাশন ট্রেন্ড (One Dress Two Looks) বলে, একই পোশাককে বিভিন্ন অ্যাকসেসরিজ ও মেকওভারের মাধ্যমে একাধিক রূপে ব্যবহার করা যায়। যারা সময় বাঁচাতে চান কিন্তু স্টাইলেও ছাড় দিতে নারাজ, তাদের জন্য এই টিপস দারুণ কার্যকর। শহরের ব্যস্ত কর্মজীবী নারীদের কথা মাথায় রেখে এখন ফ্যাশন ডিজাইনাররাও তৈরি করছেন এমন ‘ট্রান্সফরমেবল’ আউটফিট, যেগুলো অফিস ও আউটিং—দুটো জায়গাতেই মানিয়ে যায় সহজেই।
অফিস লুক: মার্জিত ও প্রফেশনাল (One Dress Two Looks)
সকাল শুরু হোক একটি স্মার্ট ও কমফোর্টেবল মিডি ড্রেস দিয়ে—যেটা দেখতে প্রফেশনাল, আরামদায়ক, এবং রঙে অফিস উপযোগী। যেমন, একটি সাদা, প্যাস্টেল বা সলিড কালারের কটন/লিনেন মিডি ড্রেস পরুন। সঙ্গে হালকা মেকআপ—বেসিক ফাউন্ডেশন, ন্যুড লিপস্টিক আর চোখে সামান্য কাজল।

অফিস লুককে পরিপূর্ণ করতে একটা ব্লেজার বা লং শ্রাগ যোগ করুন। গলায় হালকা চেইন, হাতে ঘড়ি আর পায়ে ফ্ল্যাট বেলি বা লো হিল—একদম অফিস রেডি!
আড্ডা লুক: স্মার্ট, ট্রেন্ডি ও কনফিডেন্ট (One Dress Two Looks)
অফিস শেষে হুট করে যদি প্ল্যান হয় বন্ধুরা মিলে কফিশপে আড্ডা বা বার্থডে পার্টিতে যাওয়ার, তাহলে খুব সহজেই আপনি লুকটা বদলে ফেলতে পারেন। ব্লেজার খুলে ফেলুন, কানে বড় হুপ বা স্টেটমেন্ট ইয়াররিংস পরুন। ঠোঁটে যোগ করুন গাঢ় লাল বা বেরি শেডের লিপস্টিক।
চুল খুলে সামান্য ওয়েভ বা ভলিউম দিলেই যেন আপনি একেবারে আলাদা মানুষ! চাইলে জুতোর পরিবর্তে ব্লক হিল বা স্মার্ট স্নিকার্স বেছে নিতে পারেন। হাতে একটি ছোট্ট ক্লাচ বা স্টাইলিশ স্লিং ব্যাগ আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

আরও পড়ুন: Raw Onions Benefits: গরমে কাঁচা পেঁয়াজেই রসনাতৃপ্তি! উপকারিতা শুনলে আজই খাওয়া শুরু করবেন
স্টাইল টিপস (One Dress Two Looks):
- বেসিক ও নিউট্রাল ড্রেস রাখুন ওয়ারড্রোবে, যা যে কোনও অনুষ্ঠানে মানিয়ে যায়
- অ্যাকসেসরিজই আসল কারিগর—দুল, লিপস্টিক, ব্যাগ বদলেই পুরো লুক পাল্টে যায়
- চুল ও মেকআপে রাখুন সামান্য পরিবর্তন
আজকের ফ্যাশনের মূল কথা—কমে বেশি। তাই ওয়্যারড্রোব জ্যাম না করে এমন পোশাক বেছে নিন যা বহুমুখী। অফিসে প্রফেশনাল, আড্ডায় গ্ল্যামারাস—একই ড্রেসে দুই রূপ, আপনি নিজেই চমকে যাবেন! সামান্য কৌশল আর আত্মবিশ্বাস থাকলেই আপনি অফিসেও ঝকঝকে, আড্ডাতেও নজরকাড়া!