Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার আনন্দপুর থানার অন্তর্গত গুলশন কলোনিতে দুষ্কৃতীদের দৌরাত্ম্য(Gulshan Colony Firing Case) অব্যাহত। সম্প্রতি ওই এলাকায় গুলি চলার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ অম্বার ওরফে মহম্মদ নাফিস। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে গুলশন কলোনি কাণ্ডে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশন কলোনিতে আচমকা সংঘর্ষ(Gulshan Colony Firing Case)
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায়, যখন গুলশন কলোনিতে(Gulshan Colony Firing Case) আচমকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক রাউন্ড গুলি চলে, চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের লালবাজার গোয়েন্দা বিভাগ। অভিযান চালিয়ে প্রথমে এন্টালি ও নারকেলডাঙা থানা এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রও। ঘটনার পর থেকেই বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তারই ধারাবাহিকতায় শুক্রবার ধরা পড়ল চতুর্থ অভিযুক্ত।

দুষ্কৃতী কার্যকলাপের আঁতুরঘর গুলশনের বিভিন্ন কলোনি(Gulshan Colony Firing Case)
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই গুলশন কলোনি(Gulshan Colony Firing Case) বিভিন্ন দুষ্কৃতী কার্যকলাপের আঁতুরঘর হয়ে উঠেছে। এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বারবার সংঘর্ষ, কখনও ছুরি, কখনও গুলি, কখনও আবার প্রকাশ্যে বোমাবাজি—এই চিত্র নতুন নয়। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: Weather Update: পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি, তবে কি গোটা পুজোই মাটি? জেনে নিন আবহাওয়ার আপডেট
‘হাই রিস্ক’ জোন গুলশন কলোনি
লালবাজার সূত্রে খবর, গুলশন কলোনিকে ‘হাই রিস্ক’ জোন হিসেবে চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে। একাধিক বার পুলিশের উচ্চ পর্যায়ের বৈঠকেও এই এলাকায় অপরাধ বৃদ্ধির প্রসঙ্গ উঠে এসেছে। অতীতেও এখানে একাধিক ভয়ঙ্কর অপরাধ ঘটেছে—যুবককে রাস্তায় ফেলে কুপিয়ে খুন, প্রকাশ্যে গুলি চালানো, এমনকি বাংলাদেশি দুষ্কৃতীদের পাকড়াও করতেও দেখা গিয়েছে ভিন্রাজ্যের পুলিশকে। যদিও এত নজরদারির পরেও অপরাধ রোধ করা যাচ্ছে না বলেই অভিযোগ। তবে ওই এলাকাকে বিশেষ নজরে রেখেছে লালবাজারও।
আরও পড়ুন: Jadavpur University: মদ্যপ অবস্থায় নিজেই জলে নেমেছিলেন অনামিকা? যাদবপুরে ছাত্রীমৃত্যু ঘিরে রহস্য