ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশেও ঢুকে পড়ল এইচএমপিভি (HMPV)। চিনের নয়া ভাইরাসের খোঁজ মিলেছে ভারতে। একইদিনে তিন শিশুর আক্রান্তের খোঁজ মিলেছে। কর্নাটকের বেঙ্গালুরুতেই আক্রান্ত দুই শিশু। এবারও গুজরাটেও এক শিশুর শরীরে মিলল এইচএমপিভি ভাইরাস।
একই দিনে তিন শিশুর শরীরে পাওয়া গেল হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV)-এর সংক্রমণ। সোমবার সকালে প্রথমে আট মাসের এক শিশুর শরীরে ভাইরাসের হদিশ মেলে। পরে তিন মাসের এক শিশুর শরীরেও এইচএমপিভি ভাইরাসের সন্ধান পাওয়া যায়। এবার আহমেদাবাদেও এক শিশুর শরীরে এই ভাইরাস মিলেছে। তবে চিনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের কোনও যোগ নেই বলে জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন: Mamata Banerjee: গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী, মুক্তি পাওয়া ৯৫ মৎস্যজীবীকে অভ্যর্থনা জানাবেন মমতা
বেঙ্গালুরুতে একদিনেই HMPV আক্রান্ত দুই
বেঙ্গালুরুতে একদিনেই দুই আক্রান্তের হদিশ মিলেছে। আট মাসের শিশুর পর এক তিন মাসের শিশুর শরীরেও মিলেছে এইচএমপিভি। জানা গিয়েছে, শিশুটি ব্রঙ্কোপনিউমোনিয়া রোগ নিয়ে বেঙ্গালুরুর ব্যাপিস্ট হাসপাতালে ভর্তি হয়। সেখানেই পরীক্ষা করার পর জানা যায় যে, সে HMPV-তে আক্রান্ত। তিন মাস বয়সি শিশুকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আট মাসের শিশুকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। যদিও, দুজনের মধ্যে কেউই বিদেশ যাত্রা করেনি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Winter Update : আবহাওয়ায় বিরাট বদল! রাজ্যজুড়ে ‘নতুন’ অশনি! বুধ থেকে ‘হাওয়াবদল’?
সম্প্রতি চিনে এই ভাইরাসের একটি রূপের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাতে উদ্বেগ দানা বেঁধেছে ভারত-সহ বিভিন্ন দেশে। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রকও। তবে বিশ্বের অন্য দেশগুলিকে উদ্বিগ্ন না-হওয়ার জন্য বলেছে চিনও (China)। তাদের বক্তব্য, এটি একটি মরসুমি সংক্রমণ। শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই এই পরিস্থিতিকে ব্যাখ্যা করছে চিন। ভারতেও কেন্দ্রীয় সরকার দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে এই ভাইরাসের বিষয়ে সময়ে সময়ে তথ্য দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-কেও অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রক।