ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দলজিতের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে একটি ডেটিং অ্যাপে অনিতা চৌহান নামে ওই মহিলার সঙ্গে তার দেখা হয় (Online Dating Fraud)। ট্রেডিং ওয়েবসাইটে বিনিয়োগ করতে রাজি করানোর পর, তিনি বলেন যে, ৩.২ লক্ষ টাকার প্রাথমিক বিনিয়োগে তিনি ২৪,০০০ টাকা লাভ বুক করেছেন।
ডেটিং অ্যাপে পরিচয়, অনলাইন ট্রেডিংয়ে বিনিয়োগ করিয়ে প্রতারণা (Online Dating Fraud)
নয়ডার এক ব্যবসায়ী অনলাইন ট্রেডিং অ্যাপে বিনিয়োগ করে ৬.৫২ কোটি টাকা খোয়ালেন (Online Dating Fraud)। এক মহিলার সঙ্গে ডেটিং অ্যাপে তার পরিচয় হয়। ওই মহিলাই প্রতারণার ফাঁদ পাতেন বলে জানা গিয়েছে।
ব্যবসায়ীর অভিযোগ (Online Dating Fraud)
নয়ডার সেক্টর ৩৬-এ বসবাসকারী এবং দিল্লির একটি সংস্থার মালিক দলজিৎ সিং বুধবার সাইবার ক্রাইম পুলিশে অভিযোগ দায়ের করেছেন (Online Dating Fraud)। তিনি অভিযোগ করেন, এক মহিলা তাকে অনলাইন ট্রেডিংয়ে বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন এবং জানান আগে অভিজ্ঞতা না থাকলেও তিনি লাভবান হতে পারবেন।
প্রথমে লাভ, তারপর কোটি টাকার লোকসান
দলজিতের দাবি, তিনি ২০২৪ সালের ডিসেম্বর মাসে এক ডেটিং অ্যাপে অনিতা চৌহানের সঙ্গে পরিচিত হন। এরপর ওই মহিলা একটি ট্রেডিং ওয়েবসাইটে বিনিয়োগের পরামর্শ দেন। প্রথমে ৩.২ লক্ষ টাকা বিনিয়োগ করে ২৪ হাজার টাকা লাভ পান। এতে তিনি উৎসাহিত হন এবং পরবর্তী সময়ে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬.৫২ কোটি টাকা পাঠান। এর মধ্যে কিছু অর্থ ঋণ নিয়েও বিনিয়োগ করেন।
আরও পড়ুন: Double Marriage: একসঙ্গে একই মণ্ডপে দুই প্রেমিকাকে বিয়ে করলেন যুবক
টাকা তুলতে গিয়ে ফাঁদে পড়েন
প্রবলেম শুরু হয় যখন তিনি বিনিয়োগ করা অর্থ তুলতে যান। ট্রেডিং প্ল্যাটফর্ম SpreadMKT ও Sprecdex.cc থেকে টাকা তুলতে গেলে ৩০ শতাংশ সিকিউরিটি ফি ও ৬১ লক্ষ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ সার্ভিস ফি দাবি করা হয়। এতে দলজিতের সন্দেহ হয়।
ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ
দলজিৎ আরও জানান, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকতে পারে এবং তার তথ্য ভুল হাতে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি নিজের ও মায়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত।
আরও পড়ুন: Cyber Fraud Case: পুলিশ সেজে হাতিয়েছে ৫০ লক্ষ, প্রতারকদের অত্যাচারে আত্মঘাতী নিঃসন্তান বৃদ্ধ দম্পতি
পুলিশের কাছে অভিযোগ
তিনি পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। সমস্ত লেনদেনের বিবরণ, অভিযুক্ত অনিতার যোগাযোগের তথ্য এবং যে ট্রেডিং ওয়েবসাইটে তিনি টাকা বিনিয়োগ করেছিলেন তার বিশদ পুলিশকে জমা দিয়েছেন। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে।