Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো ও নবরাত্রির আনন্দের সঙ্গে (Online Festival Offer) এবার জুড়ছে অনলাইন শপিংয়ের চমক। ২০২৫ সালের সবচেয়ে বড় অনলাইন ফেস্টিভ সেল শুরু হতে চলেছে ২৩ সেপ্টেম্বর থেকে – Flipkart-এর Big Billion Days এবং Amazon-এর Great Indian Festival।
আকর্ষণীয় ডিল ও এক্সচেঞ্জ অফার (Online Festival Offer)
এই সময়টা হল বছরভর অপেক্ষার পর সেই সুযোগ, যখন চাহিদার পণ্যে (Online Festival Offer) মেলে চমৎকার ছাড়, আকর্ষণীয় ডিল ও এক্সচেঞ্জ অফার। কিন্তু আপনি যদি আগে থেকেই প্রস্তুত না থাকেন, তাহলে সেরা অফার হাতছাড়া হতেই পারে। তাই রইল ১০টি স্মার্ট শপিং টিপস, যা আপনাকে উৎসব সেলে সবচেয়ে বেশি লাভবান করতে সাহায্য করবে।
১) তালিকা তৈরি করুন: (Online Festival Offer)
সেল শুরু হওয়ার আগেই আপনি কী কী কিনবেন, তার একটি (Online Festival Offer) বিস্তারিত তালিকা তৈরি করুন। এটা মাথা গরম করে অপ্রয়োজনীয় কেনাকাটার থেকে বাঁচায়।
২) বাজেট নির্ধারণ করুন:
আপনার মোট খরচের সীমা আগে থেকেই স্থির করুন। না হলে অফারের মোহে পড়ে বাজেটের বাইরে চলে যেতে পারেন।
৩) দাম তুলনা করুন:
একই পণ্য অন্য সাইটে বা বিক্রেতার কাছে আরও সস্তায় পাওয়া যেতে পারে। তাই প্রাইস কম্প্যারিজন টুল ব্যবহার করে যাচাই করুন।
৪) আগের দাম যাচাই করুন:
অনেক সময় সেলের আগে দাম বাড়িয়ে, পরে “ছাড়” দেখানো হয়। পণ্যের আগের দামের ইতিহাস দেখে নিশ্চিত হন, অফারটা সত্যিই লাভজনক কি না।
৫) ব্যাঙ্ক অফার ব্যবহার করুন:
নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড বা ইউপিআই ব্যবহার করলে অতিরিক্ত ছাড় বা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। এগুলি আগে থেকেই জেনে নিন।

৬) এক্সচেঞ্জ ডিল খোঁজ করুন:
পুরনো ফোন, টিভি বা অন্য গ্যাজেট বদলে নতুন কেনার সময় বিশেষ ছাড় পাওয়া যায়। এক্সচেঞ্জ অফার কাজে লাগান।
৭) রিওয়ার্ড পয়েন্ট/ক্যাশব্যাক ব্যবহার করুন:
যদি আপনার কাছে ক্রেডিট কার্ড পয়েন্ট বা ক্যাশব্যাক কুপন থাকে, তাহলে সেই সুবিধা নিয়ে খরচ কমিয়ে আনুন।
৮) বিনা সুদে EMI বেছে নিন:
দামী পণ্য কিনতে হলে No-Cost EMI একটি সুবিধাজনক উপায়। তবে খেয়াল রাখুন, এতে লুকানো কোনও চার্জ রয়েছে কি না।
আরও পড়ুন: Saiyaara: ‘সইয়ারা’র সাথে ‘কাহনা পেয়ার হ্যায় ‘ তুলনা, চটলেন আমিশা প্যাটেল?
৯) রেটিং ও রিভিউ যাচাই করুন:
অপরিচিত বিক্রেতা থেকে কেনার আগে অন্যান্য ক্রেতাদের মতামত পড়ুন এবং রেটিং দেখে তবেই সিদ্ধান্ত নিন।
১০) টাইমড ডিলের জন্য প্রস্তুত থাকুন:
অনেক অফার সীমিত সময়ের জন্য চলে। তাই আপনার পছন্দের আইটেম যদি ফ্ল্যাশ ডিলে আসে, সঙ্গে সঙ্গে অর্ডার করুন।