ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খেলার জন্য অত্যধিক ভ্রমণ প্রভাব বিস্তার করছে জীবনে (Ons Jabuer)। সেই কারণে টেনিস থেকে বিরতি নিলেন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছানো প্রথম আরব মহিলা।
শারীরিক ও মানসিক চাপে জর্জরিত জাবিউর সাময়িক বিরতি নিচ্ছেন টেনিস থেকে (Ons Jabuer)
তিনবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা টিউনিশিয়ার টেনিস তারকা ওন্স জাবিউর (Ons Jabuer) জানিয়েছেন, তিনি আপাতত প্রতিযোগিতামূলক টেনিস থেকে বিরতি নিচ্ছেন। সোমবার এক সামাজিক মাধ্যম পোস্টে তিনি এই ঘোষণা করেন। ৩০ বছর বয়সী জাবিউর আরব বিশ্বের প্রথম মহিলা, যিনি কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছেছিলেন। গত কয়েক মাস ধরে নিজের ফর্ম খুঁজে পাচ্ছিলেন না তিনি। চলতি বছর কোনও গ্র্যান্ড স্ল্যামেই তৃতীয় রাউন্ডের উপরে যেতে পারেননি তিনি। দুইবার উইম্বলডনের ফাইনাল খেলেছেন জাবিউর। কিন্তু এই বছর অল ইংল্যান্ড ক্লাবে তাঁর যাত্রা খুবই হতাশাজনকভাবে শেষ হয়। প্রথম রাউন্ডেই ভিক্টোরিয়া তোমোভার বিরুদ্ধে খেলার মাঝে দীর্ঘ চিকিৎসা-বিরতির পর তিনি খেলা ছেড়ে দিতে বাধ্য হন।
দীর্ঘদিনের সমস্যা অ্যাজমা
জাবিউরের দীর্ঘদিনের সমস্যা অ্যাজমা। চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনেও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগেছেন তিনি। আগের বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা জাবিউর তার প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাবের জন্য “হ্যাপিনেস মিনিস্টার” নামে পরিচিত। তবে সম্প্রতি কোর্টে নিজেকে আর ততটা সুখী মনে করছেন না।

“নিজের জন্য একটু বাঁচার সময় এসেছে” (Ons Jabuer)
নিজের বিবৃতিতে জাবিউর (Ons Jabuer) লেখেন, “গত দুই বছর ধরে আমি নিজেকে প্রচণ্ড চাপ দিচ্ছি। চোটের সঙ্গে লড়েছি, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কিন্তু ভেতরে ভেতরে আমি আর কোর্টে সত্যিকারের আনন্দ পাচ্ছি না।” তিনি আরও বলেন, “টেনিস এক অসাধারণ খেলা। কিন্তু এখন আমার মনে হচ্ছে, একটু পিছিয়ে যাওয়ার সময় এসেছে। এবার নিজেকে আগে রাখতে চাই। শ্বাস নিতে চাই, সুস্থ হতে চাই, আর আবারও বাঁচার আনন্দ খুঁজে পেতে চাই।”
পরিবার শুরু করার ইচ্ছাও প্রকাশ করেছেন
ওন্স জাবিউর বিবাহিত। তাঁর স্বামী করিম কামাউন একজন প্রাক্তন ফেন্সার। জাবিউর আগে থেকেই জানিয়েছেন, তিনি পরিবার শুরু করতে চান। এবার তাঁর সেই পরিকল্পনার দিকেও হয়তো সময় দিচ্ছেন। বিবৃতির শেষে তিনি লেখেন, “আমার সমস্ত ভক্তদের ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আর সমর্থন আমার কাছে সবকিছু। আমি সেটা সবসময় সঙ্গে রাখি।”