Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : খবর সূত্রে জানা যায়, কলেজ স্ট্রিটের প্রাচীনতম বইয়ের দোকান দাসগুপ্ত অ্যান্ড কো. (Open Library) সম্প্রতি চালু করেছে একটি বিনামূল্যের পাঠাগার। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত এই দোকানটি ২৪ জুলাই বর্তমান কর্ণধার অরবিন্দ দাসগুপ্তের ৭৩তম জন্মদিনে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করে। দোকানের দ্বিতীয় তলায় তৈরি এই পাঠাগার মূলত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কথা ভেবে গড়ে তোলা হয়েছে। প্রতিদিন গড়ে ৩০–৪০ জন পাঠক এখানে বই পড়ছেন।

বিদেশি দর্শনার্থীর আকর্ষণ (Open Library)
জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য ও আমেরিকা থেকে আগত পাঠকেরাও এখানে আসছেন। ইউনেস্কোর এক প্রতিনিধিদল সম্প্রতি পাঠাগারটি ঘুরে দেখেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভিডিও কলে পাঠাগারের একটি ভার্চুয়াল ট্যুর উপভোগ করেছেন।
ঐতিহ্যের ধারাবাহিকতা (Open Library)
দাসগুপ্ত অ্যান্ড কো. গড়ে ওঠে গিরিশচন্দ্র দাসগুপ্তের উদ্যোগে, যিনি যশোর জেলার কলিয়াগ্রাম থেকে কলকাতায় এসে কলেজ স্ট্রিটে দোকান খোলেন। বর্তমানে দোকানটি গ্রেড IIA হেরিটেজ মর্যাদা পেয়েছে এবং প্রতিদিন প্রায় ৪০০ জন ক্রেতা বই কিনতে আসেন।

অনলাইন লাইব্রেরির পরিকল্পনা (Open Library)
আসন্ন দুর্গাপুজোর পর দোকানটি একটি অনলাইন লাইব্রেরি চালু করার পরিকল্পনা করছে। প্রায় ২৫০ বর্গফুট জায়গায় ছয়টি কম্পিউটার ও তিনটি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রসহ অনলাইন বইয়ের বিশাল সংগ্রহ রাখার প্রস্তাব রয়েছে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পনসরশিপের প্রস্তাব দিয়েছে, যদিও প্রকল্পটি এখনও চূড়ান্ত নয়।

আরও পড়ুন: Online Writing: অনলাইনে লেখালেখি করে উপার্জন করতে চান?
ইতিহাসের সাক্ষী প্রতিষ্ঠান (Open Library)
স্বাধীনতা আন্দোলন, দেশভাগ, দুই বিশ্বযুদ্ধ, নকশাল আন্দোলনসহ নানা সময়ের সাক্ষী থেকেও দাসগুপ্ত অ্যান্ড কো. টিকে আছে এবং কলেজ স্ট্রিটের শিক্ষাজীবনে এখনও এক গুরুত্বপূর্ণ নাম।