ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহকে উদ্ধৃত করে ছড়ানো হল ভুয়ো তথ্য(Operation Sindoor)। পাকিস্তান ও চিনের সঙ্গে ভারতের তথাকথিত ‘পরাজয়’ নিয়ে যে দাবি সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে উড়িয়ে দিল কেন্দ্র। বলল, “সেনা কর্তৃপক্ষ কখনও এমন কিছু বলেননি।” পাকিস্তানের কিছু সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে ছড়ানো ওই ভুয়ো পোস্টে দাবি করা হয়েছে, ভারতের উপসেনাপ্রধান নাকি বলেছেন, “ইলেক্ট্রনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের যুদ্ধে ভারতকে চমকে দিয়েছে পাকিস্তান ও চিন। চিনা প্রযুক্তির কারণে ভারত হেরেছে।” এই পোস্টের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহের একটি ছবিও জুড়ে দেওয়া হয়েছে, যাতে বিভ্রান্তি আরও বাড়ে।
কেন্দ্রীয় প্রতিক্রিয়া, “ভিত্তিহীন, মনগড়া দাবি” (Operation Sindoor)
সরকারি প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB India) জানায়, “উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ এমন কোনও মন্তব্য করেননি(Operation Sindoor)। সামাজিক মাধ্যমে যে প্রচার হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো এবং উদ্দেশ্যপ্রণোদিত।” এখানেই থেমে থাকেনি কেন্দ্র। সরাসরি আঙুল তুলেছে পাকিস্তানের দিকেই। বেশ কয়েকটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে ধারাবাহিকভাবে ভারতীয় সেনা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে প্রতিরক্ষা দপ্তর।
কী বলেছিলেন রাহুল আর সিংহ? (Operation Sindoor)
আসলে গত সপ্তাহে একটি প্রতিরক্ষা সম্মেলনে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট জেনারেল সিংহ(Operation Sindoor)। সেখানে তিনি পাকিস্তানে চিনা অস্ত্রশস্ত্রের বেড়ে চলা প্রভাব এবং সামরিক নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর কথায়, “পাকিস্তানের ৮১% সামরিক সরঞ্জাম আসে চিন থেকে। ইসলামাবাদ এখন বেজিংয়ের কাছে একটা সামরিক গবেষণাগারে পরিণত হয়েছে।” এ ছাড়াও তিনি জানান, এক বৈঠকে পাকিস্তানের ডিজিএমও জানিয়েছিলেন, ভারতের ক্ষেপণাস্ত্রগুলি পাকিস্তানমুখী — এই তথ্য তাদের চিন সরবরাহ করেছে। কিন্তু কোথাও তিনি ভারতকে পরাজিত বা চিনকে শ্রেষ্ঠ বলেছেন, এমন কিছু বলেননি।

অপারেশন সিঁদুর ও বিতর্কের ইঙ্গিত (Operation Sindoor)
সমাজমাধ্যমে অনেকে ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে এই ভুয়ো প্রচার চালাচ্ছেন(Operation Sindoor)। তবে এই বিশেষ অপারেশনের অস্তিত্ব বা ফলাফল সম্পর্কে কোনও সরকারি ঘোষণা নেই, এবং তাতে ভারত ‘হেরেছে’ — এমন কথা উপসেনাপ্রধান তো নয়ই, কোনও বিশ্বাসযোগ্য সূত্র বলেনি।

তথ্যযুদ্ধেই নয়া লড়াই (Operation Sindoor)
এই ঘটনা আরও একবার স্পষ্ট করে দিল, ‘তথ্যযুদ্ধ’ এখন সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আধুনিক যুদ্ধক্ষেত্রে(Operation Sindoor)। শত্রুরা শুধু সীমান্তে নয়, ডিজিটাল পরিসরেও প্রোপাগান্ডা ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করতে চাইছে। তাই সাধারণ নাগরিকদেরও সচেতন থাকতে হবে, যাচাই না করে এমন কোনও পোস্ট বিশ্বাস করা চলবে না। লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহের বক্তব্য বিকৃত করে সামাজিক মাধ্যমে ভারতের পরাজয়ের ছবি আঁকার চেষ্টা চালাচ্ছে কিছু বিদেশি অ্যাকাউন্ট। কেন্দ্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এটি ভুয়ো প্রচার। এবং এই ধরণের বিভ্রান্তিমূলক প্রপাগান্ডার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।