Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘সিঁদুর শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবিও(Operation Sindoor)।’ পাকিস্তানের বিরুদ্ধে হুংকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর প্রথম ‘মন কি বাত’। স্বাভাবিকভাবেই ভারত-পাক দ্বন্দ্বের পরিস্থিতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই নিয়ে প্রধানমন্ত্রী বার্তার জন্য অপেক্ষারত ছিল গোটা দেশ। প্রত্যাশা মতোই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২২তম পর্বে অনেকটা জুড়ে থাকল ভারত জঙ্গিদমন অভিযানের সাফল্য। প্রধানমন্ত্রী জানান, সেনার বীরত্ব তো বটেই অপারেশন সিঁদুর একই সঙ্গে ‘মেড ইন ইন্ডিয়া’র শক্তির পরিচায়ক।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারত (Operation Sindoor)
প্রধানমন্ত্রী মোদী বলেন,’আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ক্রুদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ।আজ গোটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে নিজেদের পরিবারের অঙ্গ হিসাবে যুক্ত করে নিয়েছেন(Operation Sindoor)।’ তিনি উল্লেখ করেন, ‘অপারেশন সিঁদুর’ শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, এটি ভারতের সংকল্প, সাহস এবং নবজাগরণের প্রতীক। এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর অসামান্য বীরত্ব গোটা দেশবাসীকে গর্বিত করেছে এবং দেশজুড়ে তেরঙ্গা যাত্রা ও জনসমাবেশের মাধ্যমে এক অনন্য দেশাত্মবোধের আবহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অপারেশন সিঁদুর ভারতের সাহসিকতার প্রতীক। যে দক্ষতায় নির্ভুলভাবে ভারতীয় সেনা জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে সেটা অকল্পনীয়। এই অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন উৎসাহ এবং সাহস জোগাবে ভারতকে।’

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত (Operation Sindoor)
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল(Operation Sindoor)। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অন্তত ন’টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। এদিন পহেলগাঁও হামলার নিহতদের পরিবারকেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘আমি নিহতদের পরিবারকে আশ্বস্ত করছি যে তারা ন্যায়বিচার পাবেনই। এই হামলার ষড়যন্ত্রকারী এবং অপরাধীদের কঠোরতম শাস্তির মুখোমুখি হতে হবে।’ তিনি উল্লেখ করেন যে সাম্প্রতিক বছরগুলিতে কাশ্মীরে ব্যাপক উন্নতি হয়েছে। পর্যটন বাড়ায় তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।পহেলগাঁওয়ে হামলা ছিল ওই অঞ্চলের অগ্রগতি ব্যাহত করার প্রচেষ্টা।
আরও পড়ুন- Niti Aayog: জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত
উন্নয়নের ছোঁয়া মাওবাদী এলাকায় (Operation Sindoor)
প্রধানমন্ত্রী জানান, মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার কাটেঝারি গ্রামে প্রথমবার একটি বাস পৌঁছনো ছিল ঐতিহাসিক ঘটনা(Operation Sindoor)। মাওবাদী সহিংসতায় দীর্ঘদিন বন্ধ থাকা যোগাযোগ অবশেষে গড়ে উঠেছে, যা গ্রামের মানুষ ঢাক-ঢোল পিটিয়ে উদ্যাপন করেছেন।ছত্তিশগড়ের মাওবাদী প্রভাবিত অঞ্চলে অনুষ্ঠিত ‘বাসতার অলিম্পিক’-এর প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওই এলাকার শিশুরা বিজ্ঞান ও খেলাধুলায় অসাধারণ সাফল্য অর্জন করছে, যা প্রমাণ করে তারা সাহস এবং প্রত্যয়ের সঙ্গে নিজেদের জীবন বদলে দিতে এগিয়ে এসেছে।
আরও পড়ুন- Maoists killed: মহারাষ্ট্রের জঙ্গলে এনকাউন্টারে নিহত ৪ মাওবাদী
পরিবেশ সংরক্ষণের বার্তা (Operation Sindoor)
পরিবেশ সংরক্ষণে গুজরাটের অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গত পাঁচ বছরে গির অরণ্যে সিংহের সংখ্যা ৬৭৪ থেকে বেড়ে হয়েছে ৮৯১(Operation Sindoor)। পাশাপাশি বন দফতরে নারীদের নিয়োগ বেড়েছে, যা নারীর ক্ষমতায়নেরও প্রতীক।’প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াই, দেশজুড়ে দেশপ্রেমের জোয়ার, মাওবাদী অধ্যুষিত অঞ্চলের উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের সাফল্য-সব মিলিয়ে উঠে এল একটি শক্তিশালী, আত্মবিশ্বাসী ভারতের প্রতিচ্ছবি। ‘অপারেশন সিঁদুর’ থেকে কাটেঝারি—প্রতিটি দৃষ্টান্তই ভারতের নবজাগরণের বার্তা বহন করছে।
