Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : জম্মু ও কাশ্মীরের বৈসরণ উপত্যকার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই ভারতীয় বায়ুসেনা পাল্টা আঘাতের নকশা তৈরি করেছিল (Operation Sindoor)। বায়ুসেনার সহকারী প্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’ নামে সেই পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে হামলা চালানো হয়।
পহেলগাঁও হামলার পর বাড়ল উত্তেজনা (Operation Sindoor)
২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। প্রথম থেকেই নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করে। হামলার পরদিনই সামরিক কর্তাদের উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়। ২৪ এপ্রিল কেন্দ্রীয় সরকারের কাছে হামলার সম্ভাব্য রূপরেখা পেশ করা হয়। এরই ভিত্তিতে ২৯ এপ্রিল থেকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়।
সুনির্দিষ্ট পরিকল্পনা ও অভিযান (Operation Sindoor)
৫ মে নির্ধারণ করা হয় চূড়ান্ত তারিখ। ৬ মে রাতেই ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটিতে হামলা চালায়। বায়ুসেনার দাবি, সীমিত অস্ত্র ব্যবহারের মধ্যেই তারা পাকিস্তানি সেনার উপর আধিপত্য কায়েম করতে সক্ষম হয়। নর্মদেশ্বর তিওয়ারির ভাষায়, ‘‘৫০টিরও কম অস্ত্র ব্যবহার করেও আমরা পাকিস্তান সেনার উপর আধিপত্য বিস্তার করি।’’
কূটনৈতিক পদক্ষেপ (Operation Sindoor)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সে সময় সৌদি আরবে সফরে ছিলেন। তবে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফেরেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নির্দেশ দেন ঘটনাস্থল পরিদর্শনের জন্য(Operation Sindoor)। শাহ জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি নয়াদিল্লি পাকিস্তানের সঙ্গে সিন্ধুচুক্তি স্থগিত করে, অটারি সীমান্ত বন্ধ করে দেয় এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত রাখে। পাকিস্তানিদের ভিসা প্রদানের উপরও কড়াকড়ি আরোপ করা হয়।

আরও পড়ুন : Jagdeep Dhankhar : পেনশনের জন্য আবেদন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের! কত পাবেন পেনশন ?
সীমান্তে উত্তেজনা ও সংঘর্ষবিরতি (Operation Sindoor)
‘অপারেশন সিঁদুর’-এর পর সীমান্তে টানা চার দিন ধরে গোলাগুলি চলে। উত্তেজনার জেরে দুই দেশই সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দু’দেশই সংঘর্ষবিরতিতে সম্মত হয়। বায়ুসেনার দাবি, পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা পাঠাতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল।
আরও পড়ুন : Rajnath Singh : স্থায়ী বন্ধু বা শত্রু কেউ নয়, কেবল স্বার্থই চিরস্থায়ী! ট্রাম্পকে ইঙ্গিত রাজনাথের?
কঠিন অভিযানের সফল বাস্তবায়ন (Operation Sindoor)
বায়ুসেনার সহকারী প্রধান নর্মদেশ্বর জানিয়েছেন, ‘‘শত্রুর ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা অত্যন্ত কঠিন কাজ। তবু ভারতীয় সেনা নিখুঁতভাবে এই অভিযান সম্পন্ন করেছে।’’ তাঁর মতে, অপারেশন সিঁদুর শুধু পাকিস্তানকে সতর্ক করেই থামেনি, বরং ভারতীয় সেনার সক্ষমতা ও আধিপত্য নতুন করে প্রমাণ করেছে।