ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় সেনাবাহিনীর ‘সিঁদুর’ অভিযানে ক্ষতিগ্রস্ত রহিম ইয়ার খান বায়ুসেনাঘাঁটি এখনও সম্পূর্ণ কার্যক্ষম নয় বলেই মনে করা হচ্ছে (Operation Sindoor)। পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সম্প্রতি একটি নতুন NOTAM (Notice to Airmen) বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে বলা হয়েছে, এই বিমানঘাঁটি ৬ অগস্ট ভারতীয় সময় ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন বলছে, এই বিজ্ঞপ্তির পরেই জল্পনা শুরু হয়েছে যে, ‘সিঁদুর’ অভিযানের সময় যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তা এখনও মেরামত হয়নি।
সিঁদুর অভিযানের প্রেক্ষাপট (Operation Sindoor)
- গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন ভারতীয়(Operation Sindoor)।
- তদন্তে প্রমাণ মেলে যে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত।
- এর পর ৭ মে ভারত ‘সিঁদুর’ অভিযান চালায়, যার লক্ষ্য ছিল পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ও সামরিক অবকাঠামো ধ্বংস করা।
- অভিযানে পাকিস্তানের ছয়টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালায় ভারত: রহিম ইয়ার খান, রফিকি, মুরিদকে, চাকলালা, সুক্কুর এবং জুনিয়া।
- পাকিস্তান পাল্টা হামলার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
- ১০ মে সন্ধ্যায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়।
রহিম ইয়ার খান ঘাঁটির গুরুত্ব (Operation Sindoor)
- রহিম ইয়ার খান ঘাঁটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দক্ষিণে অবস্থিত(Operation Sindoor)।
- এটি ভারতের রাজস্থান সীমান্তের মুখোমুখি।
- ঘাঁটিটি পাকিস্তান বায়ুসেনার সেন্ট্রাল এয়ার কমান্ডের অধীনে।
- এর একটি অংশ শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে অসামরিক যাত্রীবাহী বিমানও ওঠানামা করে।

উপগ্রহচিত্রে ধরা ক্ষয়ক্ষতির প্রমাণ (Operation Sindoor)
সিঁদুর অভিযানের পরে ভারতীয় সেনা (INDIAN ARMY) যে উপগ্রহচিত্র প্রকাশ করেছিল, তাতে দেখা গিয়েছিল—
- রহিম ইয়ার খান বিমানঘাঁটির রানওয়ের মাঝখানে গভীর গর্ত তৈরি হয়েছে।
- ঘাঁটির অন্তত একটি ভবনে বিস্ফোরণের স্পষ্ট চিহ্ন রয়েছে।
এখন পাকিস্তানের বিজ্ঞপ্তিতে রানওয়ের বন্ধ থাকার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে “WIP” (Work in Progress)।
আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা ICAO (International Civil Aviation Organization) এবং FAA (Federal Aviation Administration)-এর নির্দেশিকা অনুযায়ী, রানওয়ে বা এয়ারফিল্ডে কাজ চললে ‘WIP’ ব্যবহৃত হয়।
বিজ্ঞপ্তি বারবার বাড়ানো হচ্ছে (Operation Sindoor)
- ৭ মে অভিযানের দিনেই পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক প্রথমবার রহিম ইয়ার খান ঘাঁটি বন্ধের নোটিস দেয় (Operation Sindoor)।
- প্রথমে এক সপ্তাহ বন্ধ রাখার কথা বলা হয়েছিল।
- এরপর একাধিকবার সময়সীমা বাড়ানো হয়েছে।
- সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন এটি ৬ অগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রহিম ইয়ার খানের রানওয়ের দৈর্ঘ্য প্রায় ৩,০০০ মিটার, যা বড়সড় সামরিক ও অসামরিক বিমানের জন্য উপযুক্ত।
পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ (Operation Sindoor)
বিশেষজ্ঞদের মতে,
- এই দীর্ঘ সময় ধরে রানওয়ে বন্ধ থাকার অর্থ ক্ষয়ক্ষতির মেরামতি এখনও শেষ হয়নি।
- পাকিস্তান সরকার প্রকাশ্যে কিছু না বললেও, ঘাঁটির কার্যক্ষমতা ব্যাহত হয়েছে, যা তাদের বিমান প্রতিরক্ষা ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।