Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতে আসছে অপো এফ৩১ সিরিজ, ভারতে র দাম শুরু হতে পারে ২০ টাকার কম থেকে (Oppo Phones)।
ভারতে লঞ্চ হচ্ছে অপোর নতুন স্মার্টফোন (Oppo Phones)
ভারতে লঞ্চ হতে চলেছে সংস্থার নতুন স্মার্টফোন। বাজারে আসছে অপো এফ৩১ সিরিজের নতুন স্মার্টফোন। এই স্মার্টফোন সিরিজের মধ্যে অপো এফ৩১, ওপ্পো এফ৩১ প্রো এবং ওপ্পো এফ৩১ প্রো প্লাস এই তিনটি মডেল। ১৫ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে সংস্থার এই নতুন স্মার্টফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ডিজাইন, দাম রং সম্পর্কে সম্ভাব্য তত্থ প্রকাশ্যে এসেছে। এর আগের সিরিজের ফোন ইফ২৯ সাকসেসর হিসেবে ভারতে আসছে এই নতুন সিরিজের ফোন (Oppo Phones)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী অপো এফ৩১-এর দাম শুরু হতে পারে ২০ হাজার টাকার কম থেকে। অপো ফ৩১ প্রো এবং ওপ্পো এফ৩১ প্রো প্লাস ফোনের দাম ভারতে ৩০ হাজার টাকার কম এবং ৩৫ হাজার টাকার কম থেকে শুরু হতে পারে ভারতে। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে এফ৩১ সিরিজের ফোনের ছবি। সেই ছবিতে দেখা গেছে এই ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে চৌকো রেয়ার ক্যামেরা মডিউল।

চৌকো আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল থাকতে পারে অপো এফ৩১ প্রো ভ্যারিয়েন্টে। সম্ভাব্য দুটি রঙে লঞ্চ হতে পারে এই প্রো ভ্যারিয়েন্ট। এই ফোন থাকতে চলেছে বাক প্যানেলের মাঝ বরাবর রেয়ার ক্যামেরা মডিউল। অপো এফা ১ প্রো প্লাসে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। তাছাড়া এই ফোন থাকতে চলেছে ৮০ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট ।
আরও পড়ুন: Team India: নেটে একটানা বল, দক্ষ হাতে সেই বল সামলালেন তারকা ব্যাটার
এফ৩১ সিরিজের ফোনে ৮০ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এই সিরিজের ফোন হতে চলেছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট। অর্থাৎ সহজে ধুলো ঝরে ক্ষতি হবে না অপো সিরিজের এই নতুন স্মার্টফোনে। তাছাড়া এই ফোন থাকবে রেয়ার ইউনিট ৫০ মেগাপিক্সেল মেন্ সেনসর। তার সাথে থাকবে ২ মেগাপিক্সেল ডেপথ সেনসর। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে দেখা যাবে অপো সিরিজের এই ফোন। ফোনের ডিসপ্লের উপর থাকছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেনসর। তবে অপো এফ৩১ সিরিজের সব ফোনেই এই ফিচারগুলো থাকবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট জানা যায় নি (Oppo Phones)।