ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘সর্বদলীয় প্রতিনিধিদলের নেতৃত্বে বিরোধী নেতাদের নিযুক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় মনের পরিচয় দিয়েছেন।’ লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্কে মন্তব্য করলেন এনসিপি সাংসদ তথা শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে(Opposition Leader)। পহেলগাঁও জঙ্গিহানা, ‘অপারেশন সিঁদুর’ এবং সন্ত্রাসবাদ দমনে ভারতের অনমনীয় মনোভাব গোটা বিশ্বের সামনে তুলে ধরতে সব দলের সাংসদদের নিয়ে ডেলিগেশন টিম তৈরি করা হয়েছিল, তার সদস্য ছিলেন সুপ্রিয়া সুলে।
প্রধানমন্ত্রীর প্রশংসায় সুপ্রিয় সুলে (Opposition Leader)
লোকসভায় দাঁড়িয়ে সুপ্রিয়া সুলে বলেন, ‘যখন আমরা সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর কাছ থেকে ফোন পেলাম, তিনি আমাকে বললেন যে সুপ্রিয়া, তোমাকে দেশের জন্য ১০ দিন সময় দিতে হবে… এটা প্রধানমন্ত্রীর মাহাত্ম্য যে তিনি বিরোধী নেতাদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার উপর আস্থা রেখেছিলেন।’ এরপরেই এনসিপি নেত্রী মনে করিয়ে দেন, পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর বিরোধী দল হিসেবে কংগ্রেসই প্রথম বলেছিল যে তারা কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে(Opposition Leader)। তাঁর কথায়, ‘সর্বদলীয় বৈঠকে কংগ্রেস দলই প্রথম বলেছিল যে সমস্ত বিরোধী দল নরেন্দ্র মোদীর সরকারের পাশে দাঁড়াবে।’

বিজেপি সাংসদকে নিশানা (Opposition Leader)
বিজেপি সাংসদ তেজস্বী সূর্যকে নিশানা করে সুপ্রিয়া সুলে বলেন, ‘আমরা বিশ্বের যেখানেই যেতাম, সবাই আমাদের সম্মানের চোখে দেখত(Opposition Leader)। তারা বলত যে তোমরা মহাত্মা গান্ধী, পণ্ডিত নেহেরু, ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদীর দেশ থেকে এসেছো।এই বিতর্কে কে কী করেছে তা নিয়ে অভিযোগ করা থেকে বিরত থাকা উচিত। অথবা তার ইতিহাস পড়া উচিত।’ তিনি আরও বলেন, অপারেশন সিঁদুরের আগে দেশে অনেক বড় বড় অভিযান হয়েছে। মুম্বই হামলায় আমরা সন্ত্রাসবাদী কাসবকে জীবিত ধরেছিলাম। সুপ্রিয়া বলেন, তিনি বিশ্বের যেখানেই গেছেন, সকলেই ভারতের অবস্থানের প্রশংসা করেছেন এবং বলেছেন যে ভারত যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজ করেছে।
সর্বদলীয় প্রতিনিধি দল (Opposition Leader)
সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করে কেন্দ্র(Opposition Leader)। বিশ্বের মোট ৩৩টি দেশে সফর করেছে এই প্রতিনিধিদলগুলি।বিভিন্ন দলের মোট ৫১ জন নেতা এই প্রতিনিধিদলগুলিতে ছিলেন।শশী থারুর, সঞ্জয় কুমার ঝা, বৈজয়ন্ত পান্ডা, রবি শঙ্কর প্রসাদরা এই কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন।

আরও পড়ুন-Minister Ram Mohan Naidu: গত ৫ বছরে কতগুলি বিমানে যান্ত্রিক ত্রুটি? সংসদে বিস্তারিত জানালেন মন্ত্রী
অপারেশন সিঁদুর (Opposition Leader)
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পরেই অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত (Opposition Leader)। ওই অভিযানে পাকিস্তানের মাটিতে থাকা অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তারপরেই পাকিস্তান কীভাবে জঙ্গিদের মদত দিচ্ছে তা নিয়ে বিস্তারিত জানাতে বিভিন্ন দেশে সংসদের সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হয়। কী কারণে অপারেশন সিঁদুর অভিযান হয়েছে তা জানিয়েছেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানে কথাও বিভিন্ন দেশে গিয়ে তুলে ধরেছেন তাঁরা।
