Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জঙ্গিদের আশ্রয়দাতা পাকিস্তান(Pahalgam Attack)। এই অভিযোগ এর আগে একাধিকবার করেছে ভারত। বিশেষ করে পহেলগাঁও হামলার পর তা আরও স্পষ্ট। কারণ পহেলগাঁও হামলার পর জঙ্গি নিধনে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে নামে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। এই পরিস্থিতিতে ভারতের হাতে পাকিস্তানের জঙ্গি মদতের আরও বড় প্রমাণ এল। বুধবার পাকিস্তানে একটি জনসভায় দেখা যায় লস্কর কমান্ডার সাইফুল্লাহ কাসুরিকে। এই কাসুরিই পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড।
পাকিস্তানে প্রকাশ্যে পহেলগাঁও মাস্টারমাইন্ড (Pahalgam Attack)
পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা বার্ষিকী ‘ইয়ুম-ই-তকবির’ উপলক্ষে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ (পিএমএমএল) এই সভার আয়োজন করেছিল পাঞ্জাব প্রদেশের কাসুরে(Pahalgam Attack)। সেখানেই ভারত-বিরোধী উসকানিমূলক বক্তৃতা দিতে দেখা গেল পহেলগাঁও হামলার মূলচক্রীকে। এই সভায় উপস্থিত ছিল লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ছেলে তালহা সইদও। সেখানে কাসুরিকে বলতে শোনা গেছে, ‘আমাকে পহেলগাঁও হামলার মূলচক্রী বলে দোষ দেওয়া হচ্ছে, এখন আমার নাম গোটা পৃথিবীতে বিখ্যাত।’

হাফিজ সইদের ছেলে (Pahalgam Attack)
সভায় কাসুরির সঙ্গে দেখা গিয়েছে লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ছেলে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত তালহা সইদকেও(Pahalgam Attack)। তাকেও ভারত-বিরোধী স্লোগান তুলতে দেখা গিয়েছে। ২০২৪ সালে পাকিস্তানের লোকসভা নির্বাচনে লাহোরের একটি আসনে লড়েও হেরে গিয়েছিল তালহা। পাকিস্তান মারকাজ়ি মুসলিম লিগ-এর সঙ্গে তার সংস্রব বহু পুরনো। মনে করা হয়, লস্কর-ই-তৈবার রাজনৈতিক ফ্রন্ট। এই সংগঠনটিই এখন পাকিস্তানের নানা জায়গায় ভারত-বিরোধী নানা প্রচার করছে। সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের অবস্থানের বিরোধিতা করে নানা কর্মসূচি নিচ্ছে।
আরও পড়ুন- Supreme Court: কলেজিয়ামের সুপারিশে শিলমোহর! সুপ্রিম কোর্টে ৩ বিচারপতি নিয়োগ কেন্দ্রের
পাহেলগাঁয়ের হামলার প্রধান সমন্বয়ক (Pahalgam Attack)
ভারতের তদন্তকারীদের ধারণা, পাহেলগাঁয়ের হামলার প্রধান সমন্বয়কের কাজ করেছিল লস্কর কমান্ডার কাসুরি(Pahalgam Attack)। আড়াল থেকে সেই সাজিয়েছিল নিরস্ত্রদের উপর নৃশংস হামলার ঘুঁটি। উল্লেখ্য, এলএফটি জঙ্গিরা ২২ এপ্রিল ধর্ম পরিচয় জেনে ২৬ জনকে গুলি করে হত্যা করেছিল। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা। পালটা ৭ মে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারত। এরপর ভারত-পাক সংঘর্ষ শুরু হয়। যদিও ইসলামাবাদের অনুরোধে সংঘর্ষবিরতিতে রাজি হয় দিল্লি।
আরও পড়ুন- India: ‘আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা হয়নি!’ সাফ জানাল ভারত
লস্কর-ই-তৈবা নিষিদ্ধ সংগঠন (Pahalgam Attack)
আন্তর্জাতিক স্তরে লস্কর-ই-তৈবা নিষিদ্ধ সংগঠন। পাকিস্তানের মধ্যেও কাগজে-কলমে নিষিদ্ধ, কিন্তু খোলাখুলি কাজকর্ম চালিয়ে যায় তারা। এর সঙ্গেই লস্কর-ই-তৈবার রাজনৈতিক ফ্রন্ট-এর মতো ফ্রন্ট খুলে খোলাখুলি ভাবে রাজনৈতিক সংস্রব চালিয়ে যাওয়া এবং জঙ্গি মনোভাবাপন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে লস্কর।