ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার শ্রীনগরে সেনার ‘অপারেশন মহাদেব’-এ নিহতেরাই পহেলগাঁও-কাণ্ডের তিন জঙ্গি। ২৪ ঘণ্টার মাথায় সংসদে নিশ্চিত ভাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Pahalgam Attack)। তিনি জানিয়েছেন, নিহতদের ডেরা থেকে পহেলগাঁওয়ে ব্যবহৃত অস্ত্রশস্ত্র মিলেছে। তাছাড়া, নিহতদের পরিচয়পত্রও ইঙ্গিত করছে সে দিকেই।
সেনার গুলিতে খতম পহেলগাঁও-কাণ্ডের জঙ্গিরা (Pahalgam Attack)
মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করেছেন, পহেলগাঁওয়ে ২৬ জনের মৃত্যুর জন্য দায়ী তিন জঙ্গিই সোমবার সেনার গুলিতে মারা গিয়েছে(Pahalgam Attack)। শাহ বলেন, ‘এই সন্ত্রাসবাদীরা পহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত ছিল। ‘অপারেশন মহাদেব’-এ আমাদের সেনাবাহিনী তাদের নিকেশ করেছে।’ তিন জঙ্গির নামও জানিয়েছেন শাহ। তাঁরা হল- সুলেমান, আফগান এবং জিবরান। তিন জনই সোমবারের অভিযানে নিহত হয়েছে। শাহ বলেন, ‘পারভেজ নামে যে ব্যক্তি এই তিন জনকে খাবার জুগিয়ে সাহায্য করেছিল, তাকে আগেই আটক করা হয়েছিল। কাল ওই জঙ্গিদের দেহ শ্রীনগরে আনার পর তাদের শনাক্ত করেছে পহেলগাঁও-কাণ্ডে আটক হওয়া ব্যক্তিরা।’

পহেলগাঁওয়ে ব্যবহৃত অস্ত্র (Pahalgam Attack)
অমিত শাহ আরও জানিয়েছেন, জঙ্গিরা পারভেজের ডেরা থেকে পায়ে হেঁটে বৈসরনে গিয়েছিল(Pahalgam Attack)। সঙ্গে ছিল একে-৪৭ এবং এমআই-৯ কার্বাইড বন্দুক। নিহত জঙ্গিদের ডেরা থেকে সেই অস্ত্রও উদ্ধার হয়েছে। সেগুলিই পহেলগাঁওয়ে ব্যবহৃত হয়েছিল। তেমনটাই বলছে ফরেন্সিক ব্যালিস্টিক রিপোর্ট। এছাড়া, মিলেছে চকোলেটও। সম্ভবত দীর্ঘ দিন আত্মগোপন করে থাকার জন্য শুকনো খাবারের সঙ্গে চকোলেটগুলি নিয়েছিল তারা। অমিত শাহ জানিয়েছেন, উদ্ধার হওয়া চকোলেটগুলি পাকিস্তানে তৈরি। তাছাড়া, জঙ্গিদের ডেরা থেকে তাঁদের ভোটার কার্ড-সহ অন্যান্য পরিচয়পত্রও মিলেছে। তাতে জানা গিয়েছে, নিহত তিন জঙ্গিই পাকিস্তানের বাসিন্দা।
আরও পড়ুন-Minister Ram Mohan Naidu: গত ৫ বছরে কতগুলি বিমানে যান্ত্রিক ত্রুটি? সংসদে বিস্তারিত জানালেন মন্ত্রী
‘অপারেশন মহাদেব’ (Pahalgam Attack)
সোমবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় তিন জঙ্গির(Pahalgam Attack)। সেনার এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন মহাদেব’। পরে নানা সূত্র মারফত খবর পাওয়া যায়, নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে পহেলগাঁও হামলার ‘মাস্টারমাইন্ড’ তথা লস্কর-ই-তৈবা জঙ্গি সুলেমান ওরফে হাসিম মুসা। যদিও তখনও সেনার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়নি। কাশ্মীর জোনের আইজিপি বিধিকুমার বিরদিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনিও জানান, দেহ শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। সময় এলে সব জানানো হবে।এরপর দাচিগামের জঙ্গলে শুরু হয় চিরুনি তল্লাশি। উদ্ধার হয় একাধিক অস্ত্রশস্ত্র। সম্প্রতি এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছে দু’জন সন্দেহভাজন। তাদের নিহতদের দেহও দেখানো হয়। অমিত শাহের দাবি, দেহ দেখেই নিহতদের পরিচয় নিশ্চিত করেছে ধৃতেরা।

আরও পড়ুন-Opposition Leader: ‘প্রধানমন্ত্রী বড় মনের…,’ লোকসভায় মোদীর প্রশংসা বিরোধী নেত্রীর, জল্পনা
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Attack)
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল নিরীহ ২৬ জন মানুষের(Pahalgam Attack)। তাঁদের মধ্যে প্রায় সকলেই ছিলেন পর্যটক। সেই ঘটনার পর তিন মাস কেটে গেলেও জঙ্গিদের খোঁজ পাওয়া যায়নি। ‘অপারেশন সিঁদুর’ নিয়েও জনসমক্ষে বিশদ জানানো হয়নি। জঙ্গিদের এখনও ধরা সম্ভব হচ্ছে না কেন, গত কয়েক মাসে বিরোধীরা বার বারই সেই প্রশ্ন তুলেছেন। সেই আবহে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন, ‘অপারেশন মহাদেব’-এ নিহত তিন জঙ্গি পহেলগাঁও-কাণ্ডেরই।
