ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি (Pahalgam News) হামলার জেরে ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি শেখ শহিদ হওয়ার পর শোকের ছায়া নেমেছে গোটা পশ্চিমবঙ্গ, বিশেষ করে নদিয়ার তেহট্টে তাঁর পৈতৃক ভিটেয়। শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় তাঁর দেহ। সেখান থেকে ব্যারাকপুর সেনা ছাউনিতে নিয়ে গিয়ে ভোরবেলা দেওয়া হয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অফ অনার’। এরপর দেহ পৌঁছায় নদিয়ায়, যেখানে অপেক্ষায় ছিলেন তাঁর পরিবার ও এলাকার মানুষজন।
আরও জোরালো প্রতিবাদের সুর (Pahalgam News)
কিন্তু এই শোকের মাঝেও আরও জোরালো হয়ে উঠেছে প্রতিবাদের (Pahalgam News) সুর। শহিদ ঝন্টুর স্ত্রী শাহনাজ পারভিন একাধারে কাঁদছেন, আবার গর্জেও উঠছেন। তিনি বলছেন, “আমার ছোট ছোট বাচ্চা আছে। আমি চাই শাস্তি হোক। না হলে আরও অনেক সন্তান বাবাহারা হবে।” তাঁর গলায় কেবল শোক নয়, আছে ক্ষোভ, প্রতিজ্ঞা আর এক ধরনের অদম্য শক্তির প্রকাশ।
শহিদ ঝন্টু আলি শেখ (Pahalgam News)
কাশ্মীরে জঙ্গি নিধনের অভিযানে অংশ নিতে গিয়েই শহিদ হন ঝন্টু আলি শেখ। সকালেও স্ত্রীর সঙ্গে মেসেজে কথা হয়েছিল তাঁর। স্ত্রীকে বারবার বলেছিলেন চিন্তা না করতে। কিন্তু সন্ধ্যায় সেই মেসেজের স্মৃতিই স্ত্রীর চোখে জল নিয়ে আসে, কারণ ওই একই দিনে তাঁর জীবনসঙ্গী হয়ে উঠেছিলেন শুধুই স্মৃতি।
ওরা মুসলিম নয়
ঝন্টুর স্ত্রী স্পষ্ট বলেন, “ধর্ম এক হলেও ওদের সঙ্গে আমাদের কোনও মিল নেই। ওরা মুসলিম নয়। ওদের মনে কেবল ঘৃণা, বিদ্বেষ।” তিনি জানান, তাঁর স্বামী নিজেও সেসব মানুষকে কখনও ‘মুসলিম’ বলে মানতেন না। বলতেন, “মানুষ আর অমানুষের পার্থক্য ধর্মে হয় না, কাজে হয়।” শাহনাজ বলেন, “আমার স্বামী গর্ব নিয়ে দেশের জন্য কাজ করতেন। তাঁর জীবন দেশকে রক্ষা করতে দিয়েছিলেন। আমি তাঁর স্ত্রী হিসেবে গর্বিত, কিন্তু একই সঙ্গে চাই, এদের উপযুক্ত শাস্তি হোক।”

পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি
পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানাচ্ছেন তিনি। তাঁর মতে, পাকিস্তান যতদিন থাকবে, ততদিন এরকম হামলা চলতেই থাকবে। আর প্রতিবার কোনও না কোনও ঘরে অকালেই নিভে যাবে প্রদীপ।
দেড় বছর আগে কাশ্মীরে বদলি
ঝন্টু এক সময় আগ্রা পোস্টেড ছিলেন। মাত্র দেড় বছর আগে কাশ্মীরে বদলি হন। আর সেখানেই 6 PARA SF-এর হাবিলদার হিসেবে দেশরক্ষার দায় কাঁধে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ভারতীয় সেনার ‘হোয়াইট নাইট কর্পস’ এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জানিয়ে লেখে—এই বীরের অবদান চিরকাল স্মরণে থাকবে। আর স্ত্রী শাহনাজের কণ্ঠে আজ দেশের জন্য আত্মত্যাগের পাশাপাশি একটা সুস্পষ্ট বার্তা—“এই রক্তের বদলা চাই।”