ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৯৭ দিনের লড়াইয়ের শেষে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্যের দাবি করল কেন্দ্র(Pahalgam Terror Attack)। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে ২৬ নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডে জড়িত তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে মঙ্গলবার সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “অপারেশন মহাদেব-এর মাধ্যমে সেনা ও সিআরপিএফ (INDIAN ARMY) এই তিন জঙ্গিকে শেষ করে দিয়েছে।”
কারা এই তিন জঙ্গি? (Pahalgam Terror Attack)
অমিত শাহ জানিয়েছেন, নিহত তিন জঙ্গির নাম সুলেমান শাহ, আফগান এবং জিবরান(Pahalgam Terror Attack)। সুলেমান লশকর-এ-ত্যায়বার অন্যতম সক্রিয় সদস্য। শাহ বলেন, “আফগান ও জিবরানও ‘এ-লিস্টেড’ জঙ্গি।” সূত্র জানাচ্ছে, সুলেমানের আরেকটি নাম ছিল হাসিম মুসা। পাকিস্তানি সেনার স্পেশ্যাল সার্ভিস গ্রুপের (এসএসজি) প্রাক্তন কমান্ডো ছিল সে। পরে রাষ্ট্রপুঞ্জ ঘোষিত জঙ্গি হাফিজ সইদের হাত ধরে লশকর-এ-ত্যায়বায় নাম লেখায়।
পহেলগাঁও হত্যাকাণ্ড ও পুরস্কার ঘোষণা (Pahalgam Terror Attack)
২২ এপ্রিল পহেলগাঁওতে ২৬ নিরপরাধ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়। তদন্তে জানা যায়, এর মূলচক্রী ছিল সুলেমান। জম্মু-কাশ্মীর পুলিশ তার মাথার জন্য ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে। সুলেমানের খোঁজে সেনা ও পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালায়, স্কেচ প্রকাশ করা হয়।

আরও পড়ুন: Military Operation : ভারতীয় সেনার ১০টি দুঃসাহসিক সামরিক অভিযান!
কীভাবে ঘটল ‘অপারেশন মহাদেব’? (Pahalgam Terror Attack)
সোমবার সকাল থেকেই সেনা ও পুলিশ শ্রীনগরের অদূরে মহাদেব পর্বতের পাদদেশে দাচিগাম জঙ্গলে চিরুনি তল্লাশি অভিযান শুরু করে। এই অভিযানের নামই দেওয়া হয় ‘অপারেশন মহাদেব’।
সেনার বিশেষ তথ্যসূত্র জানায়, কয়েক দিন ধরেই দাচিগাম জঙ্গলে নজরদারি চালানো হচ্ছিল। শেষ পর্যন্ত সোমবার সুলেমান, আফগান এবং জিবরানকে গুলি করে খতম করা হয়।
পাকিস্তান সংযোগ ও জঙ্গি কার্যকলাপ (Pahalgam Terror Attack)
প্রাক্তন পাক কমান্ডো সুলেমান ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতে অনুপ্রবেশ করে। দক্ষিণ কাশ্মীর থেকেই সে একের পর এক হামলার পরিকল্পনা করত। ২০২৪ সালের অক্টোবরে সাতজন নিরপরাধকে হত্যা করার ঘটনায়ও তার সরাসরি ভূমিকা ছিল। সেনা সূত্র বলছে, সুলেমান অন্তত সাতটি বড় জঙ্গি অভিযানে যুক্ত ছিল, যার মধ্যে বারামুলায় সেনার উপর হামলাও রয়েছে।

আরও পড়ুন: Russia USA : ট্রাম্পের নতুন ‘চরম সময়সীমা’ মানতে অস্বীকার রাশিয়ার, ট্রাম্পকেই দুষলেন পুতিন!
আফগান ও জিবরানের পরিচয় রহস্যে (Pahalgam Terror Attack)
যদিও আফগান ও জিবরানের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও অজানা। গত জুনে এনআইএ জানিয়েছিল, পহেলগাঁও হামলার তিন অভিযুক্তই পাকিস্তানি নাগরিক। এর আগে অনন্তনাগের আদিল হুসেন ঠোকর, আলি ভাই ওরফে তলহা ভাই এবং সুলেমান মুসার নাম প্রকাশ পায়। পরে তদন্তে দেখা যায়, মূলত আফগান ও জিবরানই ছিল তৃতীয় ও চতুর্থ জঙ্গি।
শাহর দাবি (Pahalgam Terror Attack)
অমিত শাহ সংসদে বলেন, “অপারেশন সিঁদুর-এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গিদের নেতৃত্বকে নিকেশ করেছেন। এখন ‘অপারেশন মহাদেব’-এর মাধ্যমে জঙ্গিদের শেষ করে দেওয়া হয়েছে।” তিনি জানান, জঙ্গিদের সহযোগীদের মধ্যে যারা খাবার সরবরাহ করত, তাদেরও পাকড়াও করা হয়েছে। সোমবার নিহত জঙ্গিদের দেহ শ্রীনগরে নিয়ে গিয়ে শনাক্তকরণ করানো হয়। এনআইএর কাছে এ নিয়ে সব প্রমাণ রয়েছে।