ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। আহত হয়েছেন আরও বহুজন (Pahalgam Terror Attack)। মঙ্গলবার দুপুরে পর্যটকদের লক্ষ্য করে আচমকা গুলি চালায় পাকিস্তান-সমর্থিত জঙ্গিগোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। আতঙ্কের এই মুহূর্তে নিজের জীবন বাজি রেখে পর্যটকদের রক্ষার চেষ্টায় একাই জঙ্গিদের সামনে দাঁড়িয়ে যান স্থানীয় যুবক সইদ আদিল হুসেন শাহ। বন্দুক ছিনিয়ে নেওয়ার সাহসিকতায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা (Pahalgam Terror Attack)
সইদ পেশায় ছিলেন এক ঘোড়সওয়ার—পহেলগাঁওয়ে বেড়াতে আসা পর্যটকদের টাট্টু ঘোড়ায় চড়িয়ে জীবন নির্বাহ করতেন (Pahalgam Terror Attack)। মঙ্গলবারও প্রতিদিনের মতোই কাজে বেরিয়েছিলেন। কিন্তু আচমকা জঙ্গিদের গুলিতে সেই দিনই হয়ে ওঠে তাঁর জীবনের শেষ দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, যখন পর্যটকদের লক্ষ্য করে একে একে গুলি চালাচ্ছিল জঙ্গিরা, তখন একজন জঙ্গির উপর ঝাঁপিয়ে পড়েন সইদ। বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু সাফল্য পাননি। জঙ্গির এ কে ৪৭-এর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সইদের শরীর।
পরিবারের একমাত্র রোজগেরে (Pahalgam Terror Attack)
সইদের পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র রোজগেরে ছিলেন তিনি। তাঁর আয়েই চলত পুরো পরিবার—বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং দুই সন্তান। ছেলের মৃত্যুসংবাদে ভেঙে পড়েছেন বাবা হায়দার শাহ। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “বিকেল ৩টার সময় হামলার খবর পাই। বার বার ফোন করেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পরে থানায় গিয়ে জানতে পারি, সে আর নেই। এমন মৃত্যু কেউই প্রাপ্য নয়।”

আরও পড়ুন: Pahalgam Attack : পহেলগাঁও হামলার পর মোদীকে ফোন করে পাশে থাকার বার্তা দিলেন ট্রাম্প!
নিহতদের শ্রদ্ধা শাহের (Pahalgam Terror Attack)
জঙ্গি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন নাগরিকও (Pahalgam Terror Attack)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “এই কাপুরুষোচিত হামলা জঙ্গিবাদের আসল রূপ দেখিয়ে দিল। আমরা এদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ব।”এনআইএ-র একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।এই হামলার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিন্দা করেছেন এই হামলার। মোদীকে ফোন করে নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে ট্রাম্প বলেন, “আমেরিকা এই দুঃসময়ে ভারতের পাশে আছে।”
কড়া প্রতিক্রিয়া (Pahalgam Terror Attack)
হামলার খবর ছড়িয়ে পড়তেই কড়া প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pahalgam Terror Attack)। একই সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও(Donald J. Trump) মোদীকে ফোন করে শোকপ্রকাশ করেন ও ভারতের পাশে থাকার আশ্বাস দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন।
একমাত্র প্রতিরোধ (Pahalgam Terror Attack)
কাশ্মীর, যেখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন, সেই ভূস্বর্গে এহেন জঙ্গি হামলা আরও একবার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে। তবে এই অন্ধকার সময়ে সাহসিকতার নতুন সংজ্ঞা হয়ে ওঠেন সইদ আদিল হুসেন শাহ। তাঁর আত্মত্যাগ প্রমাণ করে, একজন নিরস্ত্র মানুষও অসীম সাহসিকতায় রুখে দাঁড়াতে পারেন সন্ত্রাসের বিরুদ্ধে।