ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পহেলগাঁও হামলার বদলা! (Operation Sindoor) ঘটনার ১৫ দিনের মাথায় প্রতিশোধ নিল ভারত। মঙ্গলবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে বেছে বেছে গুঁড়িয়ে দেওয়া হয় পাক জঙ্গিঘাঁটি। এই প্রত্যাঘাতের পর থেকেই অশান্ত নিয়ন্ত্রণরেখা। জঙ্গিশিবিরে হামলার জবাবে, পাল্টা জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ অব্যাহত রাখল পাক সেনা। বুধবার পুঞ্চ সেক্টরে পাকিস্তানের সেনাবাহিনীর ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে ভারতের সেনা জওয়ান ল্যান্সনায়েক দীনেশ কুমারের। সেই সঙ্গে প্রাণ হারিয়েছেন একাধিক ভারতীয় নাগরিক।
‘ওর আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থাকবে’ (Operation Sindoor)
ভারতীয় জবাবি হামলায় পাকিস্তানের পক্ষেও বেশ কয়েকজন হতাহত হয়েছে (Operation Sindoor)। নিয়ন্ত্রণরেখা বরাবর মিসাইল প্রতিরক্ষা ইউনিটগুলি প্রস্তুত রাখা হয়েছে যেকোনো অনধিকার চেষ্টার মোকাবিলায়। শহিদ ল্যান্সনায়েক দীনেশ কুমারের বাড়ি হরিয়ানার পলওয়াল জেলায়। ২০১৪ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর দুই ভাইও সেনাবাহিনীতে কর্মরত। ছেলের মৃত্যুর খবরে শোকাহত বাবা দয়ারাম শর্মা বলেন, “দীনেশ ছিল এক সাহসী জওয়ান। গোটা দেশ ওর ত্যাগের জন্য গর্বিত। ওর আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
আকাশপথে হামলা চালিয়েছে বায়ুসেনা (Operation Sindoor)
মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাব প্রদেশের ন’টি লক্ষ্যবস্তুতে আকাশপথে হামলা চালিয়েছে বায়ুসেনা। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। আর এই অভিযানের পর থেকেই নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গ্রামগুলি লক্ষ্য করে গোলা এবং গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জম্মুর পুঞ্চ জেলাতেই। সেখানেই মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত ৫০ জনেরও বেশি (Operation Sindoor)। বুধবার গভীর রাতে উরি, কুপওয়ারাতেও গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তান।
আরও পড়ুন: Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’ শেষ হওয়ার ১৫ ঘণ্টা পর সাংবাদিক বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর
বিস্ফোরণে কেঁপে উঠল বালুচিস্তান
অন্যদিকে বিস্ফোরণে কেঁপে উঠল বালুচিস্তান। পাকিস্তানি সেনার কনভয় লক্ষ্য় করে হামলা চালায় BLA। IED বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হল পাক সেনার কনভয়। তাতে ১২ জন পাক জওয়ান মারা গিয়েছেন বলে খবর। এই হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠন Balochistan Liberation Army (BLA)। এই মুহূর্তে ভারতের সঙ্গে সংঘাত চলছে পাকিস্তানের। সেই আবহেই বালুচিস্তান নিয়ে নতুন করে বিপত্তি বাড়ল তাদের।
সতর্ক নজর রাখছে নয়াদিল্লি
ভারত ‘অপারেশন সিঁদুরে’ চালিয়ে পাকিস্তান ও PoK-তে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। লক্ষ্যবস্তু করা হয়েছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা, ও হিজবুল মুজাহিদিন-এর ঘাঁটিগুলি। হামলায় বিধ্বস্ত হয়েছে বাহাওয়ালপুরের ‘মারকাজ সুবহান আল্লাহ’, মুরিদকির ‘মারকাজ তাইবা’। সূত্রের খবর অনুযায়ী, এই হামলায় নিহত হয়েছেন মাসুদ আজহারের পরিবারের ১৪ জন সদস্য। তার পাল্টা জবাবে হামলা চালিয়েছে পাকিস্তান। পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছে নয়াদিল্লিও। যে কোনও ধরনের পাক হামলা রুখতে নিয়ন্ত্রণরেখা বরাবর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিটগুলিকে সক্রিয় করে রাখা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলি থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে গ্রামবাসীদের।