ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার (Ishaq Dar) তিন দিনের সরকারি সফরে সোমবার রওনা দিচ্ছেন চিনের রাজধানী বেজিংয়ের উদ্দেশ্যে (Pakistan China Relation)। সফরের মূল উদ্দেশ্য একটি গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ, যেখানে চিন, পাকিস্তান এবং আফগানিস্তান যৌথভাবে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবে।
কারা কারা উপস্থিত থাকবেন? (Pakistan China Relation)
চিনের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলা বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ইশাক দার এবং আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে থাকবেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি (Pakistan China Relation)। বৈঠকে সভাপতিত্ব করবেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলের কৌতূহল তুঙ্গে। বিশেষত, গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সঙ্ঘাতের পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতেই এই ত্রিপাক্ষিক বৈঠকের তাৎপর্য অনেক গুণ বেড়ে গেছে। উল্লেখ্য, ২২ এপ্রিলের ওই হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছিল, এবং ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ নামে পালটা সামরিক অভিযান চালিয়েছিল।
অপারেশন সিঁদুরে চিনের ভুমিকা (Pakistan China Relation)
ভারতের কড়া পদক্ষেপের জবাবে পাকিস্তানও সীমান্তে পাল্টা হামলা চালায়। টানা চারদিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে, যা শেষ হয় ১০ মে একটি সংঘর্ষবিরতির মাধ্যমে (Pakistan China Relation)। এই সময় আমেরিকা, রাশিয়া এবং চিন—তিন দেশই দুই প্রতিবেশী রাষ্ট্রকে উত্তেজনা প্রশমনের বার্তা দেয়। চিন বিশেষভাবে ভারত ও পাকিস্তান—দুই দেশের প্রতিই সংযম বজায় রাখার আহ্বান জানায়।বেজিংয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে মূলত দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার উপায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ, সীমান্তপথে চোরাচালান এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আফগানিস্তানের ভূমিকাকে ঘিরে আগ্রহ বেড়েছে কূটনৈতিক মহলে।

তালিবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক (Pakistan China Relation)
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, তালিবান সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে আফগানিস্তানের কোনো উচ্চপর্যায়ের সরকারিভাবে যোগাযোগ হয়নি (Pakistan China Relation)। তবে গত সপ্তাহেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আফগান মন্ত্রী মুত্তাকির সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেই আলাপচারিতায় পহেলগাঁও হামলার নিন্দা করার জন্য আফগানিস্তানকে ধন্যবাদ জানান জয়শঙ্কর। পাশাপাশি, দুই দেশের ‘ঐতিহাসিক ও চিরন্তন সম্পর্ক’-এর প্রসঙ্গ তুলে দুই দেশের মধ্যে বোঝাপড়া আরও মজবুত করার বার্তাও দেন তিনি।

পাকিস্তানের সঙ্গে আলোচনায় আফগানিস্তান (Pakistan China Relation)
এই প্রেক্ষিতেই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের আলোচনায় বসা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা (Pakistan China Relation)। বিশেষ করে যখন পাকিস্তান দাবি করেছে, এই সংঘর্ষের সময় আফগানিস্তান ভারতের পক্ষ নিয়েছে, তখন এমন একটি ত্রিপাক্ষিক বৈঠক পারস্পরিক বিশ্বাস পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইশাক দার ২২ মে দেশে ফিরবেন। তার আগে বেজিংয়ে একাধিক কূটনৈতিক বৈঠকেও তিনি অংশ নেবেন বলে খবর।বেজিংয়ের এই ত্রিপাক্ষিক বৈঠক শুধু দক্ষিণ এশিয়ার নয়, গোটা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যকে প্রভাবিত করতে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এখন দেখার, এই আলোচনা কতটা বাস্তবসম্মত কূটনৈতিক সমাধান এনে দিতে পারে দীর্ঘদিন ধরে উত্তপ্ত এই অঞ্চলে(Pakistan China Relation)।